কোন আপত্তি নেই এমবাপের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কিলিয়ান এমবাপে

কিলিয়ান এমবাপে

একদিন আগেই কিলিয়ান এমবাপেকে সান্তিয়াগো বার্নাব্যুতে গ্যালারি ভর্তি সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় রিয়াল মাদ্রিদ। রিয়ালের জার্সি গায়ে জড়ানোর পর প্রথম বারের মতো সংবাদ সম্মেলন করলেন এমবাপে। মাঠে কোন পজিশনে খেলবেন তিনি এই প্রশ্নের জবাবে বললেন, ‘কোচ যেখানে খেলাতে চান আমি সেখানেই খেলব।’

রিয়ালে যেন বসন্ত-কাল চলছে। বিশ্বের সেরা আক্রমণভাগ তাদের দখলে। কারণ ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, রদ্রিগোদের সঙ্গে এবার নুতন মুখ কিলিয়ান এমবাপে।

বিজ্ঞাপন

ভিনিসিয়ুস জুনিয়রও নাকি বার্তা পাঠালেন এমবাপেকে! সংবাদ সম্মেলনে এই ফরাসি খেলোয়াড় জানিয়েছেন, ‘ভিনি আমাকে খুদে বার্তা পাঠিয়ে বললো- চলে আসো, আমরা আক্রমণভাগে একসঙ্গে খেলব। রিয়াল মাদ্রিদ যে বিশ্বের সেরা ক্লাব, সেটি আমার বলে দিতে হবে না। খেলোয়াড়রা আমাকে চায়, এটা জেনেই ভালো লেগেছে।’

পিএসজিতে গেল মৌসুমে বাঁ উইংয়ে খেলেছেন এমবাপে। তবে এই পজিশনে রিয়ালের হয়ে দুর্দান্ত খেলেছেন ভিনিসিয়ুস। অপর দিকে ডান উইংয়ে রদ্রিগোকে রেখে তাদের পেছনে বেলিংহামকে খেলান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তাহলে কোথায় খেলবেন এমবাপে?

এই প্রশ্নের জবাবে এমবাপে বলেছেন, ‘কোচ যেখানে খেলাতে চান আমি সেখানেই খেলব। প্যারিসে আমি আক্রমণভাগে তিনটি পজিশনে খেলেছি, সেটা মোনাকো ও ফ্রান্সের ক্ষেত্রেও। তাই পজিশনটা কোনো বিতর্কের বিষয় নয়।’