শীর্ষেই থাকল আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
র্যাঙ্কিং হালনাগাদ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, ফিফা। যেখানে শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। যথারীতি ফিফা প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ের চূড়ায় অবস্থান করছে আর্জেন্টিনা। র্যাঙ্কিংয়ে লা আলবিসেলেস্তেদের দাপট অব্যাহত থাকলেও অবনতি হয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের।
গত তিন বছর ধরেই রীতিমতো উড়ছে আর্জেন্টিনা। এই সময়কালে চারটি শিরোপা জেতে লিওনেল স্কালোনির শিষ্যরা। এর মধ্যে একটি করে বিশ্বকাপ ও ফাইনালিসিমা এবং দুটি কোপা আমেরিকা। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত কোপা আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট পরে লিওনেল মেসি অ্যান্ড কোং। ফাইনালে গত ১৫ জুলাই ভোরে কলম্বিয়ার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১-০ গোলের জয়ে শেষ হাসি হাসে আর্জেন্টিনা।
সাম্প্রতিক বছরগুলোতে এমন অসাধারণ সাফল্যের কারণেই ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। গত বছরের এপ্রিলে ব্রাজিলকে হটিয়ে র্যাঙ্কিংয়ের রাজত্ব নিজেদের দখলে নিয়েছে আকাশী নীল জার্সিধারী শিবির। ফিফার নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে তাদের রেটিং পয়েন্ট ১৯০১.৪৮।
আর্জেন্টিনা যখন বসন্ত পার করছে তখন খুবই বাজে সময় যাচ্ছে ব্রাজিলের। উরুগুয়ের কাছে টাইব্রেকারে হেরে সদ্য শেষ হওয়া কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো গোজ, রাফিনহা, আলিসন বেকাররা। নতুন হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে একধাপ নিচে নেমে বর্তমানে পাঁচে অবস্থান করছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
ফিফা প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছে স্পেন। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সদ্য শেষ হওয়া ইউরোর শিরোপা জেতে স্প্যানিশরা। এমন সাফল্যের পর র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়েছে আলভালো মোরাতার দল। তাদের অবস্থান এখন তিনে। ইউরোর সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ফ্রান্স।
যথারীতি দুই নম্বরেই অবস্থান করছে কিলিয়ান এমবাপ্পের দল। তালিকার চার নম্বরে আছে ইংল্যান্ড। সেরা দশের বাকি দলগুলো হলো বেলজিয়াম, নেদারল্যান্ডস, পর্তুগাল, কলম্বিয়া ও ইতালি।
সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে বাংলাদেশ। এক ধাপ এগিয়ে ১৮৪ নম্বরে উঠে এসেছে জামাল ভূঁইয়ার দল। অথচ গত এক মাসে কোনো ম্যাচ খেলেনি লাল সবুজ শিবির।