চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত-পাকিস্তানের অন্যরকম লড়াই

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত

সংগৃহীত

ভারত এবং পাকিস্তানের মধ্যে মাঠের খেলায় বরাবরই তুমুল লড়াই হয়। মুগ্ধ হয়ে সে লড়াই উপভোগ করেন দুই দলের ভক্তরা। এবার আরও একটি লড়াই দেখতে পাবে ভারত ও পাকিস্তানের ভক্তরা। সেটা বাইশ গজের নয়, বাইরের লড়াই।

সূচি অনুযায়ী, পাকিস্তানের মাটিতে আগামী ফেব্রুয়ারি মার্চে চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা। আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে খসড়া সূচি প্রকাশ করেছে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা দলটি। যদিও ভারতের কারণে নিজেদের মাটিতে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির সবগুলো ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কায় পড়ে গেছে পাকিস্তান।

বিজ্ঞাপন

ভারতের প্রথম সারির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ খেলতে পাকিস্তান যেতে চায় না ভারত। আগামী ১৯ থেকে ২২ জুলাই শ্রীলঙ্কাতে আইসিসির সভা অনুষ্ঠিত হবে। আসন্ন সভায় সে বিষয়টি তুলে ধরবেন ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ। দাবি টাইমস অব ইন্ডিয়ার।

গণমাধ্যমটি আরও জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের ম্যাচগুলো অন্য কোনো ভেন্যুতে খেলতে চায় ভারত। এদিকে পাকিস্তানের প্রচারমাধ্যমগুলো জানিয়েছে, মূল আয়োজক হওয়ায় চ্যাম্পিয়নস ট্রফির সব ম্যাচ নিজেদের মাটিতেই আয়োজন করতে চাইছে পাকিস্তান। তাই দেশটির ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তিরাও আসন্ন আইসিসির সভায় বিষয়টি তুলে ধরবেন।