পাকিস্তান সিরিজের দল কবে জানাবে বিসিবি?

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী অ্যাসাইনমেন্ট আগামী মাসে পাকিস্তান সফর। এই সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে দুটো প্রস্তুতি ম্যাচ খেলার কথা দলের। সে সিরিজের খসড়া স্কোয়াডও তৈরি, ইঙ্গিত দিয়েছেন নির্বাচক আবদুর রাজ্জাক রাজ। 

বিসিবির ইঙ্গিত পেলেই জানানো হবে দল। স্থানীয় সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবির এই নির্বাচক। 

বিজ্ঞাপন

চট্টগ্রামে দুটো প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে দলের। তবে সে ম্যাচে দল বাছাইয়ের চেয়ে প্রস্তুতিতেই নজর থাকবে সবার। পাকিস্তানের বিমানে ওঠার আগে দল যেন প্রস্তুতি নিয়ে যেতে পারে, লক্ষ্য আপাতত সেটাই। 

রাজ্জাক বলেন, ‘অনুশীলনের জন্য এই ম্যাচ খেলা হবে। দলে অনেকেই নেই, সেখানে তারাও খেলবে, সবার ওপরই নজর রাখা হবে। প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। পাকিস্তানে যাওয়ার আগে যেন সবাই প্রস্তুতি সেরে নিতে পারে, সে কারণেই এই ম্যাচ আয়োজন করা হচ্ছে।’

পাকিস্তানের বিপক্ষে সিরিজ আরও এক মাসের দূরত্বে আছে। ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ম্যাচ। এরপর ৩০ আগস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।