ফাইনালের টিকিট কাটতে ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপের গত আসরটা ভালো কাটেনি বাংলাদেশের মেয়েদের। ঘরের মাটিতে ২০২২ সালের সেই আসরে গ্রুপপর্ব থেকেই বাদ পড়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। তবে শিরোপা পুনরুদ্ধারের এই মিশনটা সফল করতে এবার আর মাত্র দুই ধাপ দূরে বাংলাদেশের মেয়েরা।

বুধবার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১১৪ রানের বড় জয়ে সেমিতে পৌঁছেছে জ্যোতিরা। ফাইনালের ওঠার লড়াইয়ে এবার শক্তিশালী ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। প্রথম সেমিতে দল দুটি মুখোমুখি হবে আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে। 

বিজ্ঞাপন

এই ভারতকে ৩ উইকেটে হারিয়ে ২০১৮ আসরে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এতেই টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় শিরোপা নিশ্চিতের পথে আরও একবার স্মৃতি মান্ধানাদের বিপক্ষে লড়বে জ্যোতি-মুর্শিদারা। 

এদিকে আগামীকালই অনুষ্ঠিত হবে সেমি-ফাইনালের দুটি ম্যাচ। দ্বিতীয় সেমিতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে নামবে পাকিস্তান। 

এশিয়া কাপের এবারের শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ৭ উইকেটে হেরে যায় তারা। তবে পরের ম্যাচেই থাইল্যান্ডের বিপক্ষে সমান ৭ উইকেটের জয়ে ঘুরে দাঁড়ায় জ্যোতিরা। পরে গতকালের ম্যাচে তো মালয়েশিয়াকে রীতিমত উড়িয়ে দেয় তারা। এতেই তিন ম্যাচের দুটিতে জিতে গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। এদিকে স্বাগতিক লঙ্কানরা জিতেছে তিন ম্যাচের তিনটিতেই। এতে তারা সেমিতে উঠে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। 

নারী এশিয়া কাপের মঞ্চ মানেই ভারতের একচেটিয়া আধিপত্য। এটি টুর্নামেন্টের নবম আসর। এর আগের আট আসরের প্রত্যেকটিতেই ফাইনাল খেলেছে ভারত। এর মধ্যে শিরোপা জিতেছে সাতবারই জিতেছে তারা। কেবল একটিতেই হেরেছে বাংলাদেশের বিপক্ষে। তাই তো ফাইনালে পৌঁছাতে এবার অনেকটাই ইতিহাসই গড়তে হবে জ্যোতি-জাহানারাদের।