ধোনির সঙ্গে রোহিতের তুলনা করলেন রবি শাস্ত্রী

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারত ক্রিকেটের ইতিহাসে সেরা অধিনায়ক কে? এই প্রশ্নের জবাবে বেশিরভাগ ভারত দলের সমর্থক এবং ক্রিকেটপ্রেমিরা যে নামটি বলবে সেটি হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। সেটা বলাটাও স্বাভাবিক। কারণ খেলোয়াড়ি জীবনে জাতীয় দলের জার্সি গায়ে অধিনায়কের ভূমিকায় সম্ভাব্য সকল শিরোপাই তুলে ধরেছেন ধোনি।

তবে ধোনির পাশাপাশি ভারতের আরেকজন ক্রিকেটার যিনি অধিনায়ক হিসেবেও দর্শকপ্রিয়, তিনি হলেন রোহিত শর্মা। তার অধীনেই সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে নিয়েছে ভারত। এবার এই ব্যাটারের প্রশংসা করলেন ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী।

বিজ্ঞাপন

আইসিসি রিভিউ নামক অনুষ্ঠানে রোহিতকে নিয়ে ভারতের কিংবদন্তি এই অলরাউন্ডার বলেছেন, ‘ভুলে গেলে চলবে না কৌশলগত দিক থেকে সে (রোহিত) অসাধারণ। সবসময়ের সেরা অধিনায়কদের তালিকায় সে ধোনির পাশেই থাকবে।’

এই দুই অধিনায়কের তুলনা করে রবি শাস্ত্রী বলেন, ‘আপনি যদি জিজ্ঞেস করেন দুজনের মধ্যে কে সেরা? আমি বলব, সাদা বলের ক্রিকেটে কৌশল সাজানোর প্রসঙ্গে দুজনই সমান-সমান। রোহিতের জন্য আমি এর চেয়ে প্রশংসাসূচক কিছু বলতে পারব না। কারণ আপনারা জানেন ধোনি কী করেছে এবং কত শিরোপা জিতেছে।’

তবে ব্যাটার হিসেবে রোহিতের আলাদাভাবে প্রশংসা করতে ভুলেননি তিনি, ‘সাদা বলের ক্রিকেটে রোহিত একজন দানবের মতো। সবসময়ের সেরাদের একজন। তার উল্লেখযোগ্য দিক হলো, সে বড় শট খেলে দ্রুত রান করে। সে বিধ্বংসী।’