কেন রাজি হননি ওয়াসিম আকরাম

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ওয়াসিম আকরাম

ওয়াসিম আকরাম

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি এই মুহূর্তে পালন করছেন দুইটা দায়িত্ব। পিসিবি প্রধানের পাশাপাশি পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রীও তিনি। যার কারণে বেশ হিমশিম খেতে হচ্ছে তাকে।

যে চাপ কমাতে এবং বোর্ডে যথাযথ সময় দিতে চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এবং নাকভির ব্যক্তিগত উপদেষ্টা হওয়ার অফার করা হয়েছে গ্রেট ওয়াসিম আকরামকে। কিন্তু সেটা গ্রহণ করেননি সাবেক অধিনায়ক।

বিজ্ঞাপন

মূলত কোনো রাগ-ক্ষোভ বা বাড়তি ডিমান্ড থেকে এই সিদ্ধান্ত নয়। ব্যাপারটা একান্তি ব্যক্তিগত এবং পারিবারিক। পিসিবির কার্যালয় লাহোরে। অন্যদিকে ওয়াসিম স্থায়ী ভাবে বসবাস করেন করাচিতে।

এছাড়াও পরিবারকে সময় দিতে এবং পারিবারিক কাজে প্রায়ই অস্ট্রেলিয়া যেতে হয় তাকে। তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ৯১৬ উইকেটের মালিক।

তবে ওয়াসিম রাজি না হওয়ায় তার পরিবর্তে একই প্রস্তাব দেওয়া হয়েছে তার টিমমেট এবং বন্ধু ওয়াকার ইউনিসকে। প্রস্তাবে আগ্রহ দেখিয়ে লাহোরে এসে বোর্ড প্রধানের সঙ্গে দেখাও করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে নতুন এই চেয়ারে বসবেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই পেসার।