বাংলাদেশ সিরিজের দল ঘোষণা পাকিস্তানের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চলতি আগস্টের শেষ দিকে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। পাকিস্তানের মাটিতে দুই দলের এই লড়াই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিকরা। 

এই সিরিজে পাকিস্তান দলের অধিনায়ক থাকবেন শান মাসুদ। সহ অধিনায়ক হিসেবে সৌদ শাকিলকে মনোনীত করেছে পিসিবি।

বিজ্ঞাপন

গেল জানুয়ারিতে সবশেষ টেস্ট সিরিজ খেলেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সে সিরিজে থাকা ১৩ জন এই সিরিজের দলে আছেন। 

এক বছরেরও বেশি সময় পর সাদা পোশাক গায়ে চড়াবেন নাসিম শাহ। এদিকে মোহাম্মদ হুরায়রা, কামরান গুলাম, এবং মোহাম্মদ আলী ঘরোয়া ক্রিকেটে এবং পাকিস্তান শাহিন্সের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তাদের জায়গা পেয়েছেন। 

দুই টেস্টের এই সিরিজের প্রথম টেস্ট ২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে মাঠে গড়াবে। এরপর করাচিতে যাবে দুই দল। সেখানে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত হবে দ্বিতীয় টেস্ট।

পাকিস্তান স্কোয়াড
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল (ফিটনেস সাপেক্ষে), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গোলাম, খুররম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) এবং শাহীন শাহ আফ্রিদি।