পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামবে বাংলাদেশ 

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে সবশেষ ২০২২ সালে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। সেই আসরে গ্রুপপর্বে পাকিস্তানকে ৬-০ ব্যবধানে উড়িয়েছিল সাবিনা-রিতু চাকমারা। এবারও সেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই শিরোপা ধরে রাখার মিশনে নামবে বাংলাদেশ।

আগামী ১৭ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে শুরু হবে টুর্নামেন্টটির সপ্তম আসর। এর আগের আসরটিও বসেছিল নেপালে। সেখানে ফাইনালে স্বাগতিকদের ৩-১ ব্যবধানে শিরোপা উঁচিয়ে ধরেছিল বাংলাদেশের মেয়েরা। 

বিজ্ঞাপন

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দশরথ স্টেডিয়ামে নামবে ভারত ও পাকিস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচে ২০ অক্টোবর, পাকিস্তানের বিপক্ষে। গ্রুপ এ-তে বাংলাদেশ, পাকিস্তান ছাড়াও আছে ভারত। সেখানে ভারতের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নদের ম্যাচ আগামী ২৩ অক্টোবর। 

সাত দলে নিয়ে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের বাকি চার দল আছে গ্রুপ বি-তে। স্বাগতিক নেপাল ছাড়াও বাকি তিন দল শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপ। 

বিজ্ঞাপন

এক নজরে গ্রুপপর্বে বাংলাদেশের সূচি।

বাংলাদেশ-পাকিস্তান (২০ অক্টোবর, দশরথ স্টেডিয়াম)

বাংলাদেশ-ভারত (২৩ অক্টোবর, দশরথ স্টেডিয়াম)