ক্লাব ফুটবলে দলবদলের বিশ্ব রেকর্ড

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্লাব ফুটবলে এবারের গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোটা ছিল সাদামাটা। কেননা সবশেষ ২০২৩-২৪ মৌসুম শেষে ক্লাব বদলে উল্লেখযোগ্য নাম ছিল খুবই কম। তবে এই ট্রান্সফার উইন্ডোটাই গড়ে ফেলেছে বিশ্ব রেকর্ড। ২০২৪-২৫ মৌসুম শুরুর আগে প্রায় ১১ হাজার ফুটবলার খুঁজে নিয়েছেন নতুন ক্লাব, যা ক্লাব ফুটবলের ইতিহাসের সর্বোচ্চ।

এই বছরের ক্লোজ-সিজন ট্রান্সফারে গত বছরের তুলনায় ৪.৮ শতাংশ বেশি দলবদল হয়েছে। গতকাল (মঙ্গলবার) বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, ফিফার এক প্রতিবেদন থেকে মিলেছে এই তথ্য। সব মিলিয়ে এই বিশাল সংখ্যক ট্রান্সফারে ক্লাবগুলোর ব্যয় হয়েছে ৬৪০ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যেই পরিমাণ ৭৬ হাজার ৩৯৬ কোটি টাকারও বেশি।

বিজ্ঞাপন

তবে দলবদলে সংখ্যায় রেকর্ড হলেও খরচের দিক দিয়ে এটি দ্বিতীয় সর্বোচ্চ। গত ২০২২-২৩ মৌসুম পর হয়েছিল দলবদলের রেকর্ড খরচ, সেই তুলনায় এবারের খবর ১৩.০৬ শতাংশ কম। তবে মেয়েদের পেশাদার ক্লাব ফুটবলে গত বছরের চেয়ে খরচ হয়েছে দ্বিগুণেরও বেশি (৬৮ লাখ ডলার)।

দলবদলের এই খরচের ৫৫৮ কোটি ডলার ব্যয় হয়েছে কেবল ইউরোপেই। তার মধ্যেও অনুমিতভাবে খরচের আধিক্য ছিল ইংলিশ ক্লাবগুলোর।

বিজ্ঞাপন