জয় দিয়ে দি মারিয়াকে বিদায়ী উপহার আর্জেন্টিনার

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আর্জেন্টিনাকে দু হাত ভরেই দিয়েছেন তিনি। অলিম্পিক, কোপা আমেরিকা, ফিনালিসিমা, বিশ্বকাপ, এরপর আরও এক কোপা আমেরিকা… শেষ দেড় দশকে আর্জেন্টিনার সব অর্জনেই সর্বাগ্রে ছিল তার নাম। সেই আনহেল দি মারিয়া জাতীয় দলকে বিদায় বলেছেন গেল জুলাইতে, কোপা আমেরিকার শেষে। 

তবে ঘরের মাঠের বিদায়টা যেন পাওনাই ছিল তার। সে পাওনা আজ মেটালো তার দল। বিশেষ এক অনুষ্ঠানে তাকে বিদায় জানাল আর্জেন্টিনা। সঙ্গে তাকে বিদায়ী উপহার হিসেবে চিলিকে ৩-০ গোলে হারিয়েও দিয়েছে আর্জেন্টিনা। 

বিজ্ঞাপন

আজ ভোরে ম্যাচটায় পরিবার নিয়ে দি মারিয়া হাজির হয়েছিলেন এস্তাদিও মনিউমেন্তালে। খেলা শুরুর আগে দারুণ একটা বিদায়ী অনুষ্ঠান করে তারপরই তাকে সম্মাননা জানিয়েছে আর্জেন্টিনা। 

এরপর চিলির বিপক্ষে ম্যাচটায় আর্জেন্টিনা গোলের দেখা পেয়েছে ৪৮ মিনিটে। দারুণ আক্রমণ শেষে গোলটা করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এরপর ৮৪ মিনিটে গোলের খাতায় নাম লেখান হুলিয়ান আলভারেজ। যোগ করা সময়ে চিলির কফিনে শেষ পেরেকটা ঠোকেন পাউলো দিবালা। 

বিজ্ঞাপন

এই ম্যাচের আগেই আর্জেন্টিনা ছিল কনমেবল বিশ্বকাপ বাঁচাইয়ের শীর্ষে। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ছিল ১৫। এই জয়ের পর ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার এই অবস্থানটা আরও পোক্ত হলো বৈকি!