দুই দশক পর ইতিহাসের দ্বিতীয় জয়ের দেখা পেল সান মারিনো 

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই উল্লাসের আনন্দ কতখানি সেটা হয়তো শুধুমাত্র সান মারিনোর ফুটবল দলই বেশি বুঝবে। বিশ বছর একটা ম্যাচ জেতার আনন্দ। তাও আবার প্রতিযোগিতামূলক ফুটবলে প্রথম জয়। ফিফা ফুটবল র‍্যাংকিংয়ে ২১০ দলের মধ্যে ২১০ নাম্বারে থাকা সান মারিনো বৃহস্পতিবার রাতে ১-০ গোলে হারিয়েছে লিখটেনস্টাইনকে। 

বিজ্ঞাপন

সান মারিনো তাদের সবশেষ ম্যাচটিও জিতেছিলো তাদের বিপক্ষেই। সেটা ২০০৪ সালে এপ্রিলের ২৮ তারিখে। সেবারও তারা জিতেছিলো একই ব্যবধানে। যদিও সেটা ছিলো ফ্রেন্ডলি ম্যাচ।

র‍্যাংকিংয়ে লিখের অবস্থাও সুবিধার না। তারা আছে ১৯৯-তে। প্রতিপক্ষের র‍্যাংকিংয়ে অবস্থান যেটাই হোক, দিনশেষে জয়-ই বড় কথা। তার ওপর বিশ বছর পর। তাও আবার কোনো টুর্নামেন্টে প্রথমবার।

বিজ্ঞাপন

মারিনোর এই জয়টা উয়েফা নেশনস লিগে। উয়েফা নেশনস লিগে মোট চারটি ধাপে খেলা হয়। সেখানে সবার তলানিতে থাকা ৬ দল খেলে স্টেজ ‘ডি’-তে। সেখানে আবার গ্রুপ দুটি। তার মধ্যে গ্রুপ ‘ওয়ান’-এ সান মারিনো, লিখটেনস্টাইন ছাড়াও আছে জিব্রাল্টার।