চলতি বছর মাঠে নামতে পারছেন না উড

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লঙ্কানদের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের সময় ঊরুতে টান লাগে ইংলিশ পেসার মার্ক উডের। একইসঙ্গে হাতের কনুইয়েও ব্যাথা পান তিনি। কনুইয়ের হাড়ে বেশ গুরুতর চোট ধরা পড়েছে তার। যার ফলে এই বছর আর মাঠের ক্রিকেটে দেখা যাবে না ইংল্যান্ডের এই তারকা বোলারকে।

চোট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উড লিখেছেন, ‘কনুইয়ে আগে থেকেই যন্ত্রণা ছিল, ভেবেছিলাম এটি রুটিন চেকআপ। আমার ডান কনুইয়ে খানিকটা হাড়ের চোট আছে, এটা জেনে আশ্চর্য হলাম।’

বিজ্ঞাপন

চোটের কারণে মাঠের বাইরে ছিটকে যাওয়ায় একাধিক সিরিজে উডকে পাচ্ছে না তার দল। পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরে আসন্ন ৬টি টেস্ট ম্যাচে উড খেলতে পারবেন না। এছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫টি ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩টি ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি খেলতে যাবে ইংল্যান্ড। সেখানেও দলে অনুপস্থিত থাকবেন তিনি।

উড আরও জানান, ‘ওল্ড ট্রাফোর্ডে কুঁচকিতে সামান্য টান লাগার পর কনুইয়ে কিছুটা অস্বস্তি থাকায় আমি ও চিকিৎসক দল মনে করেছিলাম, কনুইটা পরীক্ষা করা দরকার। ধারণা করেছিলাম এটা ছোটখাটো কোনো সমস্যা, যেসব নিয়ে ফাস্ট বোলারদের খেলতেই হয়। তবে খুবই অবাক হয়েছি যে এত বড় সমস্যা নিয়েই টেস্ট ক্রিকেট খেলছিলাম এবং গতি ধীরে ধীরে বাড়ছিল।’

বিজ্ঞাপন