অনন্য কীর্তিতে নাম লেখালেন পোপ

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরিজের প্রথম দুই টেস্টে চার ইনিংস মিলিয়ে মোটে ৩০ রান। নেতৃত্ব দিয়ে দলকে সিরিজ জেতালেও ব্যাট হাতে এমন বাজে ফর্ম স্বাভাবিকভাবেই পিছিয়ে রেখেছিল অলি পোপকে। অবশেষে ওভাল টেস্টে রানে ফিরলেন অধিনায়ক। খেললেন ১৫৪ রানের ইনিংস, তাও আবার মাত্র ১৫৬ বলে।

আর এতেই নাম লেখালেন অনন্য এক কীর্তিতে। লঙ্কানদের বিপক্ষে এই সেঞ্চুরি টেস্টে পোপের সপ্তম হান্ড্রেড। মজার ব্যাপার এবং একই সাথে অবাক করা ব্যাপার হলো এই সাত সেঞ্চুরি তিনি করেছেন সাতটি ভিন্ন দলের বিপক্ষে। টেস্ট ইতিহাসের প্রথম এবং একমাত্র ব্যাটার, যার প্রথম সাত সেঞ্চুরি সাতটি আলাদা দেশের বিপক্ষে করা।

বিজ্ঞাপন

৪৯ টেস্টের ক্যারিয়ারে এটা পোপের ৮৬তম ইনিংস। ২০২০ সালের জানুয়ারিতে পেয়েছিলেন প্রথম টেস্ট সেঞ্চুরি, সাউথ আফ্রিকার বিপক্ষে। এরপর নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং সবশেষ সেঞ্চুরিটা করলেন শ্রীলঙ্কার বিপক্ষে।

এখন পর্যন্ত বাংলাদেশ, অস্ট্রেলিয়া, আফগানিস্তানের এবং জিম্বাবুয়ের বিপক্ষে কোনো সেঞ্চুরি করেননি পোপ। বাংলাদেশ-আফগানিস্তান এবং জিম্বাবুয়ের বিপক্ষে এখন পর্যন্ত খেলেননি কোনো ম্যাচই।

বিজ্ঞাপন