নিরাপদে রাওয়ালপিন্ডি পৌছেছে ক্রিকেট দল

  • স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লম্বা বিমান যাত্রা পথ শেষে পাকিস্তান পৌছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ টেস্ট দল দুটি ফ্লাইটে কাতারের দোহা বিমানবন্দরে যায়। সেখান থেকে কানেকটিং ফ্লাইটে বুধবার, ৫ ফেব্রুয়ারির ভোরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌছায়। ইসলামাবাদ থেকে ৪৫ মিনিটের সড়ক পথে রাওয়ালপিন্ডি এসে পৌছায় ক্রিকেট দল।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামেই হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। সকালে ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডির টিম হোটেল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা হয়। হোটেলে পুরো দলকে সাদর অভ্যর্থনা জানানো হয়।

বিজ্ঞাপন

প্রায় ১৩ ঘন্টার যাত্রা শেষে বাংলাদেশ দল রাওয়ালপিন্ডির হোটেলে এসে পৌছায়। লম্বা এই যাত্রার ধকলের কারণে বুধবার দলের কোনো অনুশীলন রাখা হয়নি। বৃহস্পতিবার বাংলাদেশ দল অনুশীলনে অংশ নেবে। সেদিনই উভয় দলের অধিনায়ক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

৭ ফেব্রুয়ারি, শুক্রবার সকালে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম শুরু হবে টেস্ট ম্যাচ। এই ম্যাচ খেলেই বাংলাদেশ দল দেশে ফিরে আসবে। তারপর সিরিজের দ্বিতীয় টেস্ট এবং একটি ওয়ানডে ম্যাচ খেলার জন্য এপ্রিলের প্রথম সপ্তাহে তৃতীয়বারের মতো পাকিস্তান সফরে যাবে।

বিজ্ঞাপন