টোকিও অলিম্পিকে সবার আগে আর্জেন্টিনা
২০২০ টোকিও অলিম্পিকের ফুটবলে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার প্রথম জাতি হিসেবে বিশ্ব ক্রীড়াঙ্গনের এ মহাযজ্ঞে কোয়ালিফাই করল তারা।
২০০৪ ও ২০০৮ সালের স্বর্ণ জয়ীরা টোকিও অলিম্পিকের টিকিট কাটল এক ম্যাচ হাতে রেখেই। বৃহস্পতিবার বুকারামাঙ্গায় কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে মহাদেশীয় চ্যাম্পিয়ন হিসেবে আগামী অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করার পথ খুঁজে নেয় আলবিসেলেস্তে শিবির।
তবে ব্রাজিলের অলিম্পিক টিকিট এখনো নিশ্চিত হয়নি। কারণ উরুগুয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ১-১ গোলে ড্র করেছে তারা।
রোববারের ফাইনাল রাউন্ডের ম্যাচে জয় নিশ্চিত করতে পারলেই টানা চতুর্থবারের মতো অলিম্পিকে অংশ নেবে বর্তমান চ্যাম্পিয়ন সেলেসাও শিবির।
ব্রাজিলের সঙ্গে অলিম্পিকের টিকিট ছিনিয়ে নেওয়ার দৌড়ে রয়েছে কলম্বিয়া ও উরুগুয়ে।