টি-টোয়েন্টিতে এগিয়ে রইল প্রোটিয়ারা
রোমাঞ্চকর এক ম্যাচ উপভোগ করল ক্রিকেট প্রেমীরা। নাটকীয়তায় ভরা ম্যাচে হারতেই বসে ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ইস্ট লন্ডনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ের আনন্দে হাসল স্বাগতিকরাই। দক্ষিণ আফ্রিকা জিতল মাত্র ১ রানে।
শ্বাসরুদ্ধকর এ জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।
টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা পুঁজি গড়ে ১৭৭ রানের। টেম্বা বাভুমা ৪৩, কুইন্টন ডি কক ও রসি ফন ডুসেন সংগ্রহ করেন ৩১ রান করে।
ইংল্যান্ডের হয়ে দুটি উইকেট পান ক্রিস জর্ডান। এজন্য তিনি খরচা করেন ২৮ রান।
জবাবে জেসন রয় (৭০) ও ইয়ন মরগানের (৫২) অর্ধশতকে জয়ের কাছাকাছি পৌঁছেও ৯ উইকেটে ১৭৬ রানে গুটিয়ে যায় ইংলিশরা।
প্রোটিয়াদের হয়ে ম্যাচ সেরা লুঙ্গি এনগিডি শিকার করেন ৩ উইকেট। দুটি করে উইকেট পান আন্দিলে ফেহলুকায়ো ও বেউরান হেনরিকস।
প্রায় ১১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে একটি উইকেট পান ডেল স্টেইনও। সুবাদে ইমরান তাহিরকে (৬১ উইকেট) টপকে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারী এখন এ তারকা ফাস্ট বোলার।