টি-টোয়েন্টিতে এগিয়ে রইল প্রোটিয়ারা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বেন স্টোকসের উইকেট পেয়ে লুঙ্গি এনগিডি ও ডোয়াইন প্রিটোরিয়াসের উদযাপন, ছবি: সংগৃহীত

বেন স্টোকসের উইকেট পেয়ে লুঙ্গি এনগিডি ও ডোয়াইন প্রিটোরিয়াসের উদযাপন, ছবি: সংগৃহীত

রোমাঞ্চকর এক ম্যাচ উপভোগ করল ক্রিকেট প্রেমীরা। নাটকীয়তায় ভরা ম্যাচে হারতেই বসে ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ইস্ট লন্ডনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ের আনন্দে হাসল স্বাগতিকরাই। দক্ষিণ আফ্রিকা জিতল মাত্র ১ রানে।

শ্বাসরুদ্ধকর এ জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।

বিজ্ঞাপন

টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা পুঁজি গড়ে ১৭৭ রানের। টেম্বা বাভুমা ৪৩, কুইন্টন ডি কক ও রসি ফন ডুসেন সংগ্রহ করেন ৩১ রান করে।

ইংল্যান্ডের হয়ে দুটি উইকেট পান ক্রিস জর্ডান। এজন্য তিনি খরচা করেন ২৮ রান।

বিজ্ঞাপন

জবাবে জেসন রয় (৭০) ও ইয়ন মরগানের (৫২) অর্ধশতকে জয়ের কাছাকাছি পৌঁছেও ৯ উইকেটে ১৭৬ রানে গুটিয়ে যায় ইংলিশরা।

প্রোটিয়াদের হয়ে ম্যাচ সেরা লুঙ্গি এনগিডি শিকার করেন ৩ উইকেট। দুটি করে উইকেট পান আন্দিলে ফেহলুকায়ো ও বেউরান হেনরিকস।

প্রায় ১১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে একটি উইকেট পান ডেল স্টেইনও। সুবাদে ইমরান তাহিরকে (৬১ উইকেট) টপকে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারী এখন এ তারকা ফাস্ট বোলার।