ক্লাব ক্রিকেটের প্রিয় ‘গোয়ালাদার’ জীবনের ইনিংস শেষ

  • স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

না ফেরার দেশে চলে গেলেন রামচাঁদ গোয়ালা

না ফেরার দেশে চলে গেলেন রামচাঁদ গোয়ালা

খুবই নীরব এবং বলা যায় একপ্রকার বিচ্ছিন্ন জীবন যাপন করতেন রামচাঁদ গোয়ালা। ঢাকার ক্লাব ক্রিকেটের ইতিহাসে ক্রিকেটার রামচাঁদ গোয়ালার অধ্যায়টুকু অনেক গল্পে ভরা। ক্রিকেটের স্বর্ণালি ইনিংস শেষ করেছেন অনেক আগেই। এবার জীবনের ইনিংসও শেষ করলেন ঢাকার ক্রিকেটের সবার প্রিয় রামচাঁদ গোয়ালা। বয়স এবং অভিজ্ঞতার কারণে সতীর্থরা আদর করে ডাকতেন ‘গোয়ালাদা’ বলে। সবার আদুরে ঢাকার ক্রিকেটের সেই স্পিনার আর নেই। বার্ধক্যজনিত কারণে লম্বা সময় ধরে অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার, নিজ শহর ময়মনসিংহে মারা গেছেন তিনি। বয়স হয়েছিল ৭৯ বছর। 

গত ৯ জুন স্ট্রোকে আক্রান্ত হয়ে ময়মনসিংহের একটি হাসপাতালে ভর্তি হন। সেই ধাক্কা সামলে নিয়ে দুদিন আগে বাসায় ফিরেন। কিন্তু শুক্রবার আবারো স্ট্রোক করেন তিনি। মারা যান বাসায়।

বিজ্ঞাপন

ঢাকার ক্লাব ক্রিকেটের প্রায় পুরো ক্যারিয়ার জুড়েই ‘গোয়ালাদা’ ছিলেন আবাহনীর ক্রিকেটার। ক্লাব ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের গল্পগাথায় রামচাঁদ গোয়ালা অনন্য এক নাম। ক্রিকেটকে ভালোবেসে জীবনের আর কোনো সুখ-স্বাচ্ছন্দ্যের পেছনে ছুটেননি। বিয়ে থা করেননি। ক্রিকেটের সঙ্গেই জীবন বেঁধেছিলেন। তার বড় ভাইয়ের নাতি প্রাঞ্জল গোয়ালা জানান- ‘ঠাকুরদা আমাদের ছেড়ে চলে গেছেন। শুক্রবার সকালে ঘুমের মধ্যেই পরলোকে গমন করেছেন তিনি।

১৯৪০ সালে জন্ম নেওয়া এই কীর্তিমান ক্রিকেটার ৫৩ বছর বয়সেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেছিলেন। ময়মনসিংহে ক্রিকেট শুরু করলেও সত্তর ও আশির দশকের পুরোটা জুড়েই রামচাঁদ গোয়ালা ছিলেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের নিয়মিত পারফর্মার। 

বাঁহাতি স্পিনার এবং ব্যাটসম্যান রামচাঁদ গোয়ালা ১৯৮১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত টানা এক দশক আবাহনী ক্রীড়া চক্রে খেলেছেন। সেই সময়ে ঢাকার ক্লাব ক্রিকেটের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার হিসেবে সুনাম কুড়িয়ে ছিলেন এই কৃতি ক্রিকেটার।