সালাহদের গার্ড অব অনার দিবে ম্যানসিটি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মোহাম্মদ সালাহদের অভিবাদন জানাবেন সিটির ফুটবলাররা

মোহাম্মদ সালাহদের অভিবাদন জানাবেন সিটির ফুটবলাররা

বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়নের বেশে ইতিহাদ স্টেডিয়ামে আতিথ্য নিবে লিভারপুল। তবে মাঠে দ্য রেড শিবির পাবে তাদের প্রাপ্য সম্মান। সদ্য সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির ফুটবলাররা কোচ জুর্গেন ক্লপের শিষ্যদের গার্ড অব অনার দিবেন। খবরটি নিশ্চিত করেছেন কোচ পেপ গার্দিওলা।

রোববার রাতের নিউক্যাসলের মাঠে এফএ কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচকে সামনে রেখে কাতালান ফুটবল গুরু গার্দিওলা বলেন, ‘আমরা অবশ্যই গার্ড অব অনার দিতে যাচ্ছি। আমাদের ঘরে পৌঁছালে লিভারপুলকে অবিশ্বাস্য উপায়ে আমরা তাদের অভিবাদন জানাব। আমরা এটা করতে যাচ্ছি কারণ তারা এই সম্মানটুকু পাওয়ার যোগ্য।’

বিজ্ঞাপন

৩০ বছর পর এই প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা নিজেদের করে নিয়েছে লিভারপুল। চেলসির মাঠে সিটির হারেই শিরোপা নিশ্চিত হয়েছে তাদের।

২০২১ সালে মেয়াদ শেষ হলে চুক্তির মেয়াদ বাড়াবেন কিনা সে বিষয়ে অবশ্য কোনো মন্তব্য করেননি গার্দিওলা।