আইফোন ১১ কে টেক্কা দেবে গ্যালাক্সি এস-১১!

  • Hasib
  • |
  • Font increase
  • Font Decrease

গ্যালাক্সি এস-১১, ছবি: সংগৃহীত

গ্যালাক্সি এস-১১, ছবি: সংগৃহীত

স্মার্টফোনের বাজারে আধুনিক অভিনব ফিচারের ফোন নিয়ে হাজির হয় মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। কিন্তু সেই দিক থেকে পিছিয়ে দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। তারই ধারাবাহিকতায় আইফোন ১১ সঙ্গে পাল্লা দিতে গ্যালাক্সি এস-১১ নিয়ে আসবে স্যামসাং।

সম্প্রতি বেশকিছু প্রযুক্তিভিত্তিক সংবাদ মাধ্যমে গ্যালাক্সি এস-১১ মডেলের ফোনটির কিছু ফিচার এবং দেখতে কেমন হবে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রকাশিত রেন্ডার ছবিতে দেখা যায়, ডিভাইসের ব্যাক প্যানেলে ক্যামেরা সেকশনে একটি বিশাল জায়গা জুড়ে দখল করে আছে ক্যামেরা বাম্প। এতে পাঁচটি ক্যামেরা লেন্স দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকবে।

ফুল স্ক্রিন জুড়ে ডিভাইসটিতে থাকছে ৬.৯ ইঞ্চির স্টাইলিশ কার্ভ বডি। আর গ্যালাক্সি-১০ এর মতোই এতে পাঞ্চহোল সেলফি ক্যামেরা যুক্ত করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে স্মার্টফোনের বাজারে আসবে গ্যালাক্সি এস-১১। তবে এর বাজারমূল্য কত হবে তা এখনও জানা যায়নি।

সূত্র: টেক রাডার