কুয়েটের ভিসি হলেন কাজী সাজ্জাদ হোসেন

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য (ভিসি) হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি।

সোমবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতির (আচার্য্য) আদেশক্রমে উপ-সচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে- ভিসির নিয়োগের মেয়াদ চার বছর হবে। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে নির্ধারিত সময় শেষ হওয়ার পূর্বেই এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।

সূত্র মতে, বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি খুলনা থেকে ২০০৩ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হওয়ার পর এ পর্যন্ত পাঁচজন উপাচার্য দায়িত্ব পালন করেন। নানা বিতর্কের মধ্য দিয়ে গত ২ আগস্ট টানা দুই মেয়াদে দায়িত্ব পালন সম্পন্ন করেছেন প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর (২০১০-১৮)। সেই থেকে গত দশদিন অভিভাবকহীন ছিল কুয়েট।

বিজ্ঞাপন

জানা গেছে, ১৯৯১ সালের ১ আগস্ট নিজ বিদ্যাপীঠে চাকরি জীবন শুরু করেন কুয়েটের কৃতি শিক্ষার্থী কাজী সাজ্জাদ হোসেন। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মেধাবী এ ছাত্র কুয়েট ছাড়াও জাপানের সাগা ইউনিভার্সিটি, মালয়েশিয়া সাইন্স ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

নবাগত কুয়েটের ভিসি প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, ‘রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছি।’