ট্রেনে কাটা পড়ে দুই বোনের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ট্রেনে কাটা পড়ে দুই বোনের মৃত্যু। ছবি: সংগৃহীত

ট্রেনে কাটা পড়ে দুই বোনের মৃত্যু। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ট্রেনের নিচে কাটা পড়ে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকেলে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে পুষ্প আক্তার (১৩) ও শিরীনা আক্তার (১৫)। শিরীনা আক্তার জেলার কাউতলী হায়েজিয়া মাদরাসা এবং পুষ্প আক্তার জেলা শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কন্টেইনার ট্রেন শিমরাইলকান্দি এলাকা অতিক্রম করার সময় তারা ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে কী কারণে এবং কীভাবে তারা কাটা পড়ে এ বিষয়ে কেউ কিছু বলতে পারেনি।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্দি দাস জানান, ট্রেনে কাটা পড়ে দুই বোনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।