কুসিকে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর

ছবি: বার্তাটোয়েন্টিফোর

'নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি' এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) এলাকায় শুরু হয়েছে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে নগর ভবনের সামনে মেয়র মো. মনিরুল হক সাক্কু এর উদ্বোধন করেন।

মেয়র বলেন, কুমিল্লা সিটি করপোরেশন আমার একার নয়, এ নগরীতে বসবাসকারী সবার। ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত এ সিটি পরিচ্ছন্নতায় ৪০০ শ্রমিক নিয়োজিত রয়েছে। আমরা নাগরিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েই কাজ করে যাচ্ছি।

বিজ্ঞাপন

Comilla-city

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের আরও সচেতন হওয়ার আহবান জানান মনিরুল হক সাক্কু।

বিজ্ঞাপন

এসময় প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল সহ কুসিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।