ডিস্ট্রিক্ট কেস কো-অরডিনেশন কমিটি গঠনের তাগিদ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

 

মামলাজট কাটাতে প্রতি জেলায় জেলা ও দায়রা জজের নেতৃত্বে ‘ডিস্ট্রিক্ট কেস কো-অরডিনেশন কমিটি’ গঠনের জন্য ডিসিদের পরামর্শ দেওয়া হয়েছে। এই কমিটিতে ডিসি, এসপিসহ জেলা শহরে কর্মরত বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা থাকবেন।   

বিজ্ঞাপন

আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার (২৬ জুলাই) জেলা প্রশাসক সম্মেলনের একটি অধিবেশন শেষে এ কথা বলেন

তিনি বলেন,  সারা দেশে ৩৪ লাখ মামলা নিষ্পত্তি হচ্ছে না। এর প্রধান কারণ সাক্ষীর অনুপস্থিতি।

আইনমন্ত্রী বলেন, মাদক একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। তার পরেও বলব এ জন্য বিশেষ আইনের প্রয়োজন নেই। যে আইন রয়েছে তাতেই দ্রুত মামলা শেষ করা যাবে।