সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা২৪ ডটকম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা: সুন্দরবনের খুলনা রেঞ্জে র‍্যাব-৬ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক জলদস্যু নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দু’জন র‌্যাব সদস্যও। প্রাথমিকভাবে নিহতের নাম জানা যায়নি।

বুধবার (১৫ আগস্ট) দুপুরে র‍্যাব সদর দফতরের সিনিয়র এএসপি মিজানুর রহমান বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এদিকে র‍্যাব-৭ সূত্রে জানা যায়, সুন্দরবনের খুলনা রেঞ্জের কয়রা থানার শিবসা নদীর মারকির বাওনের খালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দস্যুদের হাতে জিম্মি থাকা ২৩ জন জেলে, ৭টি নৌকা এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‍্যাব-৬।

র‌্যাব-৬ এর উপ-অধিনায়ক মো. মনিরুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে জলদস্যু আল আমিন বাহিনী সুন্দরবনের সাতক্ষীরা ও খুলনা রেঞ্জের বিভিন্ন স্থানে দস্যুতা করে আসছে। বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান জানতে পেরে অভিযান চালায় র‌্যাব। সেখানে প্রায় ৩০ জন জেলেকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করছিল দস্যু বাহিনীটি।