‘সাপলুডু’ খেলবেন মিম-শুভ
সাপলুডু খেলার কথা মনে আছে?
এখনকার প্রজন্ম হয়তো খুব একটা চিনবেননা।
কিন্তু নব্বইয়ে কৈশোর পেরোনো কিংবা তার আগের সবাই-ই খুব নস্টালজিক হয়ে পড়ে এই নামে।
সে কী আবেগ! স্মৃতি!
এবার সাপলুডু খেলবেন মিম-শুভ।
চমকে যাওয়ার কিছু নেই।
এই ‘সাপলুডু’ নামেই নির্মিত হচ্ছে নতুন সিনেমা।
গল্প, চিত্রনাট্য এবং পরিচালনায় গোলাম সোহরাব দোদুল।
সিনেমাটির ধরণ অ্যাকশন থ্রিলার।
নির্মাতা বলছেন-
সিনেমাটিতে বেশ কিছু চমক থাকবে। একে একে জানাবো সব। আমাদের দেশে অ্যাকশন থ্রিলার গল্পের ছবি কম হয়েছে। নতুন কিছু নিয়েই হাজির হতে যাচ্ছি। আমার প্রথম ছবি বলেই অনেক মনযোগ ও ভালো প্রস্তুতি নিচ্ছি।
‘সাপলুডু’তে চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা সাহা মিম।
‘তারকাঁটা’র পর আবারও তাদের একসঙ্গে দেখা যাবে বড়পর্দায়।
নির্মাতা বলছেন-
গল্পের প্রয়োজনে আমার একজন যোদ্ধা প্রয়োজন ছিলো। সেটার জন্য আমার কাছে শুভকে পারফেক্ট মনে হয়েছে। শুভ’র অভিনয়ও দারুণ। অন্যদিকে মিমও অসাধারণ। ছবিতে তার ভূমিকা থাকবে গুপ্ত যোদ্ধার। নিশ্চয়ই দর্শক তাদের অভিনয় ও পর্দা রসায়ন উপভোগ করবেন।
মিম বেশ খোশ মেজাজেই আছেন আপাতত।
বলছেন-
ছবির গল্পটি অনেক ভালো লেগেছে আমার। আমার চরিত্রেও অনেক চ্যালেঞ্জ আছে, ভালো কাজের সুযোগ আছে। গতকালই ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছি। মজার ব্যাপার হলো, আমি ও শুভ ছাড়া আরও অনেক গুণী শিল্পীরা অভিনয় করবেন এই সিনেমাতে। আমার বিশ্বাস, একটা খুব ভালো সিনেমা পেতে যাচ্ছি আমরা।
‘সাপলুডু’তে অন্তত ছয়টি বড় চরিত্র থাকছে বলে জানা গেছে।
শুভ-মিম ছাড়া বাকি চারজন কারা, সেই বিষয়ে জানতে আরও অপেক্ষা করতে হবে।
সিনেমাটির শুটিং শুরু হবে অক্টোবর থেকে।
গল্পটি যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে, পর্দায় দেখা যাবে- ঢাকা, চট্টগ্রাম, বান্দরবান, টেকনাফ, রাঙামাটি ও কক্সবাজারের বিভিন্ন লোকেশন।
আরও পড়ুনঃ