‘এরকম অভিজ্ঞতা আগে কখনও হয়নি’

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবির নাম এনটিআর

নির্মাতা কৃষ।

https://img.imageboss.me/width/900/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/11/1533942011502.jpg

বিজ্ঞাপন

এতে অভিনয় করেছেন বিদ্যা বালান।


তেলেগু ইন্ডাস্ট্রিতে এটাই প্রথম কাজ তার।


বলছেন-

বিজ্ঞাপন

আগে মালায়ালাম ছবিতে দুটো সিন করেছি ঠিকই, তবে তেলেগু ছবিতে এই প্রথম গোটা একটা চরিত্রে।

এনটিআর হচ্ছে কিংবদন্তি তেলেগু অভিনেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এন.টি. রামা রাও-এর বায়োপিক।

তিনি মূলত নান্দামুরি তারকা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/11/1533942140246.jpg

ছবিতে বিদ্যা বালান অভিনয় করেছেন রামা রাওয়ের প্রথম স্ত্রী বাসাভাতারাকম নন্দমুরির ভূমিকায়।

বলছেন-

লোকজন বাসাভাতারাকমকে চেনেন এনটিআর-এর স্ত্রী হিসেবে, কিন্তু তিনি আসলেই পাবলিক ফিগার ছিলেননা। লোকজন তাকে চিনতো, কিন্তু জানতো না। একজন অভিনেত্রী হিসেবে এটা খুবই মজাদার ছিলো আমার জন্য। তার সম্পর্কে খুব বেশি তথ্য উপাত্তও নেই অনলাইনে। এটা আমার প্রথম তেলেগু ছবি হতে যাচ্ছে এবং ইট্স সো এক্সাইটেড।


এজন্য ‍শুটিং করেছেন টানা পাঁচদিন।


অভিজ্ঞতা খুব ভালো।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/11/1533942275336.jpg

৩৯ বছরের জীবনে বহুরকমের অভিজ্ঞতা হয়েছে অভিনেত্রী বিদ্যা বালানের।

ছবিও করে ফেলেছেন ভিন্ন ভিন্ন অনেক ইন্ডাস্ট্রিতে।

কিন্তু এরকম অভিজ্ঞতা আগে কখনও হয়নি বলে জানাচ্ছেন তিনি।

বলছেন-

ঠিক সকাল নটায় শুটিং শুরু করে ছটায় প্যাকআপ হত। এটা পেশাদারিত্বের পরিচয়। এরকম অভিজ্ঞতা আগে কখনও হয়নি।

এনটিআর’-এর বায়োপিক বলেই হয়তো ছবিটার গুরুত্ব আলাদা।

আপাতত তৈরি হবে তেলেগু এবং হিন্দি; দুই ভাষাতেই।

ছবিতে এনটিআর-এর ষষ্ঠ পুত্রের ভূমিকায় দেখা যাবে নন্দমুরি বালাকৃষ্ণকে।


এই নন্দমুরি বালাকৃষ্ণ কিন্তু এনটিআর-এর নিজের ছেলে।


https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/11/1533942336812.jpg

প্রসঙ্গত, ক’দিন আগেই মাল্টা ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৮-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বিদ্যা বালান।

বলছেন-

আমার মনে হয় এরকম বিভিন্ন চলচ্চিত্র উৎসবের জন্যই বলিউডের সমস্ত ছবি এখন প্রত্যেকে দেখতে পায়, এতো লোকের কাছে পৌঁছে যায় হিন্দি ছবি; যেটা ইন্ডাষ্ট্রির জন্য ভীষণ ইতিবাচক দিক। দেশ ও সিনেমা দুটোই এতে লাভবান হচ্ছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/11/1533942464456.jpg

আরও পড়ুনঃ

ফ্ল্যাট নাম্বার ৬০৯ 
নওশাবা আবারও রিমান্ডে 
মাইলসেই ফিরলেন শাফিন
সজলের খপ্পরে ভাবনা!