এক মঞ্চে চারজন
আলিফ আলাউদ্দিন, হৃদয় খান, শারমিন সুলতানা সুমি এবং জোহাদ রেজা চৌধুরী; সবাই-ই যার যার মতো করে গান করেন।
প্রথম দু’জন সলো শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত, বাকি দু’জন নিজেদের ব্যান্ড নিয়ে দাপিয়ে বেড়ান দেশ-বিদেশে।
একমঞ্চে হচ্ছেন এবার তারা।
না, গান শোনাতে নয়; শুনতে।
প্রথমবারের মতো একটি রিয়ালিটি শো’র বিচারকার্যের দায়িত্ব এসে পড়েছে তাদের উপর।
‘সানসিল্ক ডিভাস’ নামক একটি প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকে।
আয়োজক ক্রেইন্স লিমিটেড।
প্রতিযোগিতার লক্ষ্য হচ্ছে চারজন নারী শিল্পী খুঁজে বের করা, সারা দেশ থেকে।
তারপর সেই চারজন নিয়ে গড়া হবে ব্যান্ড।
গুলশানের ওয়েস্টিন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আয়োজন সম্পর্কে কথা বলেন ক্রেইন্স লিমিটেডের চিফ অপারেটিং অফিসার কাজী ফয়সাল আহমেদ।
তিনি বললেন-
ইংলিশ পপ ঘরানার ব্যান্ড স্পাইস গার্লস থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি। তাদের দেখে মনে হয়েছে বাংলাদেশেও এ রকম ব্যান্ড হতে পারে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি, নেমেসিস ব্যান্ডের জোহাদ রেজা চৌধুরী, সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন সহ আরও অনেকেই। সংগীতশিল্পী হৃদয় খান যোগ দিয়েছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এই জমজমাট আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে সানসিল্ক আর সহযোগিতা করছে সনি ডিএডিসি।
আলিফ আলাউদ্দিন বললেন-
এই রিয়ালিটি শোর আইডিয়াটি আমার খুব পছন্দ হয়েছে। আশা করি এর মাধ্যমে আমরা এমন একটি নারী ব্যান্ড খুঁজে পাব, যারা আগামী দিনগুলোতে আমাদের রক ও পপগানের ক্ষেত্রে ভূমিকা রাখবে।
‘সানসিল্ক ডিভাস’ এ অংশ নিতে হলে করতে হবে অনলাইনে রেজিস্ট্রেশন।
সেখান থেকে বাছাইকৃতদের নিয়ে লাইভ অডিশন হবে ঢাকায়।
এভাবেই বিভিন্ন ধাপে খুঁজে বের করা হবে কাঙ্খিত চার নারী সংগীতশিল্পীকে।
কাজী ফয়সাল আরও বললেন-
এর আগেও দেশে অনেক রিয়ালিটি শো হয়েছে। সেগুলো থেকে এটির ধারণা ভিন্ন। আগামী সপ্তাহে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে এ সম্পর্কে সবাইকে অবহিত করা হবে। নানা ধাপ পেরিয়ে সেরা ১৬ জনকে নিয়ে শুরু হবে চূড়ান্ত পর্ব, যা প্রচার করা হবে দীপ্ত টিভিতে।
বিজয়ী চারজনের ব্যান্ডটিকে দেওয়া হবে নগদ পাঁচ লাখ টাকা এবং একটি করে হোন্ডা ডিও মোটরবাইক। ভারতের সনি ডিএডিসি সহযোগিতা করবে বলিউডের ছবিতে গান গাওয়ার ব্যাপারে। ব্যান্ডটির সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করবে সনি ডিএডিসি ও ক্রেইন্স লিমিটেড। অন্তত ৩০টি লাইভ কনসার্ট করার সুযোগ পাবে ব্যান্ডটি। প্রকাশ করা হবে দুটি অ্যালবাম।
দীপ্ত টিভি এই পুরো আয়োজনের ব্রডকাস্ট পার্টনার।
আরও বিস্তারিত জানতে ঘুরে আসুন www.sunsilkdivas.com ওয়েবসাইটে।
আরও পড়ুনঃ