প্রিয়াঙ্কার বাগদান, কাঁদলেন আলিয়া

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

প্রিয়াঙ্কা-নিক এবং আলিয়া

প্রিয়াঙ্কা-নিক এবং আলিয়া

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এবং আমেরিকান সঙ্গীতশিল্পী নিক জোনাস বিয়ে করছেন, এই খবর পুরনো।

বাগদান অনুষ্ঠান হলো শনিবার।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/19/1534682881113.JPG

এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রিয়াঙ্কার বাড়িতে গাড়ি নিয়ে ঢোকার পথে কাঁদছিলেন আলিয়া ভাট।

এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যাচ্ছে-

গাড়ির মধ্যে বসে আছেন আলিয়া। ঢুকছেন প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে। ইঙ্গিত করছেন কাউকে সামনে থেকে সরে যেতে। তখনই চোখে পানি, মুছলেন আলিয়া একটু করে।

কিন্তু কেনো কাঁদলেন আলিয়া, তা স্পষ্ট হওয়া যায়নি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/19/1534682923374.JPG
প্রিয়াঙ্কা-নিক

প্রিয়াঙ্কার মুম্বাইয়ের বাড়িতে বাগদান উপলক্ষে শনিবার দিনভর বিশেষ পূজার আয়োজন ছিলো।

লাঞ্চে ছিলেন আমন্ত্রিত অতিথিরা।

সন্ধ্যায়ও ছিলেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/19/1534683116172.JPG

শুভেচ্ছা জানিয়েছেন তারা নতুন এই জুটিকে।

এছাড়াও উপস্থিত না হতে পারার পরও প্রীতি জিন্তা অর্পিতা খান-সহ একাধিক বলিউড তারকা শুভেচ্ছা জানিয়েছেন নব দম্পতিকে।

তাদের সেই শুভেচ্ছা প্রিয়াঙ্কা-জোনাস জুটির কাছে পৌঁছে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/19/1534683019935.JPG

আজ রবিবার মুম্বাইতে আরও একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছেন নব-দম্পতি।

অনুষ্ঠানে বলিউডের প্রথম সারির প্রায় সব তারকাই উপস্থিত হবেন বলে জানা গেছে।

কিন্তু থাকবেননা সালমান খান-শাহরুখ খান।

এমন সম্ভাবনা প্রবল।

শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্কের গুঞ্জন ছিলো এক সময়। বিয়ে করতেও দেরী করেছেন প্রিয়াঙ্কা, এই শাহরুখের জন্যই।

এমন খবরও রটেছে।

এসব কারণে শাহরুখ-গৌরীর সম্পর্কেও চিড় ধরেছিলো।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/19/1534682683940.jpg
শাহরুখ-সালমান

আর এ কারণেই হয়তো প্রিয়াঙ্কা-নিককে শুভেচ্ছা জানাতে যাবেন না শাহরুখ, যদিও অনেকেই মনে করছেন শাহরুখ তার আসন্ন ছবি ‘জিরো’র কাজ নিয়ে ব্যস্ত।

এদিকে প্রিয়াঙ্কার উপর চটে আছেন সালমান।

সম্পর্কের বরফ এখনও গলেনি, এমনই ধারণা সবার।

প্রিয়াঙ্কার অপরাধ, সম্প্রতি সে সালমানের বিগ প্রজেক্ট ‘ভারত’-এর অফার ফিরিয়ে দিয়েছেন।

এ কারণে এই খানসাহেবকেও দেখা না যেতে পারে আজকের অনুষ্ঠানে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/19/1534682734023.JPG