বি. চৌধুরীকে বোঝাতে পারিনি: ফখরুল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। ছবি: সৈয়দ মেহেদি, বার্তা২৪.কম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। ছবি: সৈয়দ মেহেদি, বার্তা২৪.কম

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট একিউএম বদরুদ্দোজা চৌধুরীর কাছে গিয়ে তাকে বোঝাতে পারেননি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর সুপ্রিমকোর্ট বার প্রাঙ্গণে ঐক্যফ্রন্ট আয়োজিত আইনজীবী মহাসমাবেশে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘বৃহত্তর ঐক্যের লক্ষ্যে আমরা বি. চৌধুরীর কাছে গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা তাকে বোঝাতে পারিনি। কিন্তু ড. কামাল হোসেন, আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না এসেছেন।’

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক জয়নুল আবেদীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জোটের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ।