‘পরাজয় অবশ্যম্ভাবী দেখে আ.লীগই নির্বাচন থেকে সরে যাবে’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

ধানের শীষের গণজোয়ার এবং জাতীয় নির্বাচনে পরাজয় অবশ্যম্ভাবী দেখে এমনও হতে পারে যে আওয়ামী লীগই নির্বাচন থেকে সরে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শুক্রবার (২৩ নভেম্বর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সভার আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম।

ব্যারিস্টার মওদুদ বলেন, আমাদের ৭ দফা দাবির একটিও মানেনি সরকার। কিন্তু তারপরও জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে যখন আমরা নির্বাচনে যাওয়ার ঘোষণা দেই। এতে সরকার আতঙ্কিত হয়েছে, ভয় পেয়েছে। তাদের মনে পরাজয়ের ভয় ঢুকে গেছে। দেশের মানুষ এই বার যদি মুক্তভাবে ভোট দিতে না পারে, মানুষ তাদের মনের ইচ্ছের প্রতিফলন ঘটাতে না পারে তাহলে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। এই রাষ্টের আর কোনো মূল ভিত্তি থাকবে না।

তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা যখন আমরা দিলাম তখন তাদেরই গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী, একটা রিপোর্টও বলেনি যে তারা (আওয়ামী লীগ) জয় (নির্বাচনে) লাভ করবে। এজন্য তারা বেপরোয়া হয়ে গেছে। আমাদের উপর এতো নির্যাতন, নেত্রী জেলখানায়, হাজার হাজার নেতা-কর্মী জেলে মামলায় জর্জরিত। কিন্তু তার পরও একটু আলোর রশ্মি আছে। সেটা হল ধানের শীষের জোয়ার। এই জোয়ার যেদিন আসবে সেদিন তাদের সমস্তা পরিকল্পনা, সমস্ত নীল নকশা ভেঙে খান খান হয়ে যাবে।

সাবেক এই আইনমন্ত্রী দলের যে সকল নেতা কর্মী নির্বাচনের সাথে জড়িত তাদের উদ্দেশ্য করে বলেন, ভোটারদের, মহিলা ও পুরুষদের বুঝাতে হবে যে এবার আপনাদের শেষ চান্স আর আপনারা সুযোগ পাবেন না। দরকার হলে আপনাদেরকে লড়াই করে ভোট দিতে হবে। অর্থাৎ আপনাদেরকে যারা বাধা দিবে তাদের প্রতিহত করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। এছাড়া অন্য কোন বিকল্প থাকবে না।

আয়োজক সংগঠনের সভাপতি এ কে এম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, আতাউর রহমান ঢালি প্রমুখ।