৯ আসনে সমঝোতায় মান্নার নাগরিক ঐক্য

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না

দরকষাকষি শেষে ৯ আসনের বিনিময়ে সমঝোতায় পৌঁছেছে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য।

এই নয় আসনে মনোনীত প্রার্থীরা বিএনপির 'ধানের শীষ' প্রতীকে লড়বেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ নভেম্বর) নেতাকর্মীদের হাতে মনোনয়ন পত্র তুলে দিচ্ছেন মাহমুদুর রহমান মান্না।

এর আগে সোমবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে বিএনপির গুলশান কার্যালয়ে নাগরিক ঐক্যের এক নেতার হাতে মনোনয়ন পত্র তুলে দেয়া হয় বলে সূত্রে জানা গেছে।

এ বিষয়ে মাহমুদুর রহমান মান্না জানান, নাগরিক ঐক্যের ৯ প্রার্থী 'ধানের শীষ' প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

ধানের শীষে লড়বেন নাগরিক ঐক্যের যেসব নেতারা:

 বগুড়া-২ থেকে মাহমুদুর রহমান মান্না, নারায়ণগঞ্জ-৫ থেকে এস এম আকরাম, চাঁদপুর-৩ থেকে এডভোকেট ফজলুল হক সরকার, ময়মনসিংহ-২ থেকে এডভোকেট নজরুল ইসলাম, সাতক্ষীরা-২ থেকে ড. রবিউল ইসলাম, ব্রাক্ষ্মণবাড়িয়া-৩ থেকে মো. মোবারক হোসেন।

এছাড়া বরিশাল-৪ থেকে জে এম নুরুর রহমান, রংপুর-৫ থেকে মোফাখখারুল ইসলাম নবাব ও রংপুর-১ থেকে শাহ মো. রহমতউল্লাহ ধানের শীষে লড়বেন।