পুন:ভোটের দাবি কারাবন্দী খোকনের স্ত্রীর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পুনরায় ভোটগ্রহণের দাবিতে বিএনপি প্রার্থীর স্ত্রীর সংবাদ সম্মেলন/ ছবি: বার্তা২৪.কম

পুনরায় ভোটগ্রহণের দাবিতে বিএনপি প্রার্থীর স্ত্রীর সংবাদ সম্মেলন/ ছবি: বার্তা২৪.কম

ভোটগ্রহণে নানা কারচুপির অভিযোগ এনে নরসিংদী-১ (সদর) আসনে পুনরায় ভোটগ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আসনটিতে বিএনপি প্রার্থী কারাবন্দী খাইরুল কবির খোকনের স্ত্রী শিরীন সুলতানা।

রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে চিনিশপুরস্থ জেলা বিএনপ’র কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন শিরীন সুলতানা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে শিরীন সুলতানা অভিযোগ করে বলেন, ‘প্রশাসন ও প্রিজাইডিং কর্মকর্তাদের যোগ-সাজশে আগের দিন রাতেই ব্যালট পেপারে সিল মেরে রাখা হয়। সকালে বিএনপির কোনো এজেন্টকে কেন্দ্রে থাকতে দেওয়া হয়নি। যেহেতু ভোটারগণ ভোট দিতে পারেনি, তাই পুনরায় ভোটগ্রহণের দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।