নির্বাচন বাতিল করে পুন:তফসিলের দাবি ড. কামালের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে পুন:তফসিলের দাবি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

রোববার (৩০ ডিসেম্বর) রাত ৮ টায় রাজধানীর বেইলি রোডের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা এই প্রহসনের নির্বাচনকে প্রত্যাখ্যান করছি। নির্বাচন বাতিল করে পুন:তফসিলের দাবি করছি। 

এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০১৮ এর নির্বাচন প্রমাণ করলো ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করা ভুল ছিল না।

দলীয় সরকারের অধীনে এদেশে সুষ্ঠু নির্বাচন কখনই সম্ভব না এটা আবারও প্রমাণিত হলো বলেও মন্তব্য করেন তিনি।

ড. কামাল হোসেন বলেন, দেশের প্রায় সব আসন থেকেই একই রকম ভোট ডাকাতির খবর এসেছে। ফলে এ পর্যন্ত বিভিন্ন দলের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। আমরা নির্বাচন কমিশনের প্রতি আহবান জানাচ্ছি, অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক। এ নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি। একই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে পুন:নির্বাচন দাবি করছি।

ড. কামাল হোসেনের বেইলি রোড়ের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি জানান।