সাভারে নারীসহ আরও দুই জনের দেহে করোনা শনাক্ত

  বাংলাদেশে করোনাভাইরাস


স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সাভারে করোনাভাইরাসে আরও দুইজন আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।

শনিবার (১৮ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার নাজমুল হক মিঠু।

তিনি জানান, সাভারে নারীসহ নতুন আরো দুইজনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। নতুন আক্রান্তের মধ্যে একজন সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকার ও অপরজন সাভারে ফুলবাড়িয়ার এলাকার বাসিন্দা। বিষয়টি আইডিসিআরের মাধ্যমে জানা গেছে বলেও জানান তিনি।

আক্রান্ত ওই দুইজনের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিলো। আইডিসিআর তাদেরকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতে বললেও তারা তা করেননি। বিষয়টি জানার সাথে সাথে অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের মিরপুর লালকুঠির হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

করোনা আক্রান্তদের এলাকা লকডাউন করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক এএফএম সায়েদ।

   

সিলেটে ৫ যুবদল নেতাকে শোকজ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দলীয় নির্দেশনা অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশগ্রহণ করায় সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গোয়াইনঘাট ও গোলাপগঞ্জ উপজেলা যুবদলের ৫ নেতাকে শোকজ করেছে সিলেট জেলা যুবদল।

শোকজ প্রাপ্তরা হলেন-সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান হেলোয়ার, হাবিবুর রহমান হাবিব, সমছির আলী, সদস্য মর্তুজা আলী (মেম্বার) ও গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য বেলাল আহমদ।

রোববার (১২ মে) সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ স্বাক্ষরিত শোকজ নোটিশে অভিযুক্তদের আগামী ৭২ ঘন্টার মধ্যে লিখিত জবাবসহ স্বশরীরে সিলেট জেলা যুবদলের সভাপতি/সম্পাদকের নিকট উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। অন্যতায় যেকোনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের কথা উল্লেখ করা হয় শোকজ নোটিশে।

নেতৃবৃন্দ বিজ্ঞপ্তিতে আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে স্থানীয় ও জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচন বর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অথচ দলীয় নির্দেশনা অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রকাশ্যে নির্বাচনী কার্যক্রমে জড়িত থাকার দায়ে তাদেরকে শোকজ করা হয়েছে।

  বাংলাদেশে করোনাভাইরাস

;

মামলার তথ্য গোপন করায় ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার এজাহারভুক্ত বিবাদী নির্বাচনী মনোনয়ন ফরমের হলফনামায় তথ্য গোপন করায় রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রওশন মৃধার মনোনয়ন বাতিল করা হয়েছে।

রোববার (১২ মে) দুপুরে পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রওশন মৃধা মনোনয়নপত্র বাতিল করেন।

জেলা নির্বাচিন অফিস সূত্রে জানা যায় রওশন মৃধা তার হলফনামায় একটি মামলার তথ্য গোপন করেছেন। ২০১৯ সালের ১৮ মার্চে রাঙ্গাবালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৯ (ক) ধারায় ৯/২৭ নং অভিযোগে তিনি এজাহারভূক্ত ছিলেন।

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান বলেন, রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে এবার ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে রওশন মৃধার মনোনয়নটি বাতিল ঘোষণা করা হয়েছে। তিনি তার হলফনামায় তথ্য গোপন করেছিলেন। বাকিদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

আগামী ৫ জুন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

  বাংলাদেশে করোনাভাইরাস

;

হবিগঞ্জে নদীর পাড় থেকে স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

হবিগঞ্জের লাখাই উপজেলায় রিবন রুপা দাস (৪০) নামের এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার ( ১২ মে) বিকালে উপজেলার ঝনঝনিয়া নদীর পাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়। এসময় মরদেহের পাশ থেকে তিনটি বিষের বোতল উদ্ধার করা হয়।

রিবন দাশ উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

লাখাই থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদরে হাসপাতালের মর্গে প্রেরণ করেছে ।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের জানায়, রোববার (১১ মে) বিকেলে মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশের উপ-পরিদর্শক আক্তারুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনা স্থলে পৌঁছে অজয় দাশের স্ত্রী রিবন রুপা দাস (৪০)কে ঝনঝনিয়া নদীর পাশে মৃত অবস্থায় উদ্ধার করে। এরপর হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়াও মৃত মরদেহের পাশে ৩টি বিষের বোতল উদ্ধার করা হয়েছে।

মৃতের শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন নেই বলে জানান ওসি।

  বাংলাদেশে করোনাভাইরাস

;

বর্ষার আগেই ভাবাচ্ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬ জন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দেশে গত ২৪ ঘণ্টায় ৪৬ জন মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্তের সংখ্যা দুই হাজার ৪৬০ জনে পৌঁছেছে। তবে এ সময় কারোর মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ জনেই রইলো। 

রোববার (১২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানাও হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে রাজধানী ঢাকার বাসিন্দা ১৭ জন আর বাকিরা ঢাকার বাইরের। আক্রান্তদের মধ্যে পুরুষ ২৯ জন ও নারী ১৭ জন। এসময়ের মধ্যে হাসপাতাল ছেড়ে গেছেন ৩৩ জন।

আর চলতি বছরের শুরু থেকে এ সংখ্যা দুই হাজার ২৯১ জন। 

  বাংলাদেশে করোনাভাইরাস

;