ফার্মাসিউটিক্যালসের উপাদান রপ্তানি করতে ইপিবির সনদ লাগবে

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 08:33:03

 

ফার্মাসিউটিক্যালসের উপাদান রপ্তানি করতে এখন থেকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সনদ দাখিল করতে হবে। আগে বাংলাদেশ অ্যাকটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্ট (এপিআই) অ্যান্ড ইন্টারমেডিয়ারিস ম্যানুফ্যাকচারস অ্যাসোসিয়েশন’র সনদ দাখিল করতে হতো। 

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রা লেনেদেনে নিয়োজিত সকল অনুমোদিত ডিলার ব্যাংকের কাছে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রপ্তানিকারকের ঘোষিত রপ্তানি মূল্য যৌক্তিক ও বিদ্যমান আর্ন্তজাতিক বাজার মূল্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ রয়েছে এবং বিদেশি ক্রেতার যথার্থতা ও বিশ্বাস যোগ্যতা সর্ম্পকে নিশ্চিত হওয়ার উপযুক্ত প্রমাণ সাপেক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরোর দুইজন কর্মকর্তার স্বাক্ষর, তারিখ ও সীলসহ আবেদন দাখিল করতে হবে। কোন প্রকার ঘষামাজা, কাটাছেড়া, বা সংশোধন করা হলে এই আবেদন বাতিল বলে গণ্য হবে।

 

এ সম্পর্কিত আরও খবর