নাম ‘মনোজদের অদ্ভুত বাড়ি’। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস ‘মনোজদের অদ্ভুত বাড়ি’ অবলম্বনে নির্মিত হচ্ছে এটি।
এর আগে একসঙ্গে ‘প্রজাপতি বিস্কুট’ বানিয়েছিলেন তারা।
গল্পে হরিণগড়ের রাজপুত্র কন্দর্পনারায়ণের ভূমিকায় থাকছেন আবির চট্টোপাধ্যায়। যিনি ঘটনাচক্রে হারিয়ে গিয়ে ডাকাতদের দলে যুক্ত হন। মনোজের বিখ্যাত বাজাড়ু কাকা ভজহরিবাবুর ভূমিকায় পর্দায় দেখা যাবে রজতাভ দত্তকে।
এই ছবিতে ‘আবিরের গলায় গান’ বিশেষ চমক হিসেবেই থাকছে।
কথা ও সুর শিলাজিতের।
এই গানে আরেকটা চমকও থাকছে।
আবিরের সঙ্গে গলা মিলিয়েছেন রজতাভ দত্ত। অবশ্য, আবিরের এটা প্রথম প্লেব্যাক নয়। আগেও গেয়েছেন তিনি।
সম্প্রতি উন্মোচিত হয়েছে ‘মনোজদের অদ্ভুত বাড়ি’ ছবির নতুন পোস্টার।
অনুষ্ঠানে পরিচালক অনিন্দ্যর সঙ্গে আবির, অর্পিতা, ব্রাত্য বসু, শিলাজিৎ সহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ