দুইবোনের ক্ষুদ্র প্রয়াস

সুরতাল, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-09-01 18:50:36

ফাহমিদা নবী এবং সামিনা চৌধুরী, দুই বোন, বাংলা গানের দুই সারথী।

তাদের বাবা বরেণ্য কন্ঠশিল্পী মাহমুদুন্নবী।

ফাহমিদা এবং সামিনা, যাদের ছোট নাম নুমা এবং সুমা; তারা আবারও গাইলেন বাবার গান।


‘আমার গানের প্রান্তে’ অ্যালবামটি প্রকাশের উদ্যোগ বেঙ্গল ফাউন্ডেশনের।


সামিনা চৌধুরী বলছেন-

মাহমুদুন্নবী কত বড় মাপের শিল্পী এবং তার অনবদ্য গায়কী কীভাবে দেশের অগণিত শ্রোতার হৃদয় জয় করেছে- এই সংকলনের গানগুলো থেকে তার কিছুটা হলেও শ্রোতারা অনুমান করতে পারবেন। কিছু গান আছে যার আবেদন এখনও ম্লান হয়ে যায়নি। কিন্তু সংরক্ষণের অভাব পুনঃপ্রকাশ না হওয়ায় অনেকে মাহমুদুন্নবীর জনপ্রিয় গানগুলো শোনার সুযোগ পাচ্ছে না। তার ভক্ত ও নতুন প্রজন্মের সঙ্গীতপিপাসুদের সেই সঙ্গীত তৃষ্ণা মেটাতেই এ আয়োজন। সংকলনটি অনেকের ভালো লাগবে বলেই আশা করছি।

‘মানুষপ্রিয় কন্ঠশিল্পীর গান সন্তান হিসেবে গাওয়াটা কঠিন’, ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ারের মাধ্যমে এমনটাই বলছেন ফাহমিদা নবী।

কিন্তু কেন?

এই প্রশ্নের উত্তর মেলে তার পরের কথাগুলোতে।

ফাহমিদা লিখছেন-

কারণ, বাবার জনপ্রিয়তাতার প্রতি ভালবাসা ভক্তকুলের অন্যরকম যখনই আমাদের দেখেন, ভক্তরা বলে ওঠেন- ‘গুনী বাবার কন্যারা কেমন আছো? তোমার বাবার মতো কন্ঠ আজো তো পেলামনা! বড় ভালো মানুষ ছিলেন’, তখনই বুঝি; বাবা কিংবদন্তী শিল্পী মাহমুদুন্নবীর গান গাওয়া অনেক বড় দায়িত্বের।

আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি’, ‘সুরের ভুবনে আমি আজও পথচারী’, ‘গানের খাতায় স্বরলিপি লিখে বল কী হবে’, ‘ মেয়ের নাম দেব কীশিরোনামের গানগুলো সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গান শুনিয়ে গুনী শিল্পী মাহমুদুন্নবী আজও বেঁচে আছেন মানুষের হৃদয়ে।

ফাহমিদা বলছেন-

তার প্রতিটি গান স্বর্ণাক্ষরে আঁচড় কেটে অন্তরে লালন করছেন শ্রোতারা। এমন কী নতুন প্রজন্মের কাছেও নতুন করে বারবার বাবা ফিরে আসেন তার সোনালী কন্ঠের মাধুরীতে।


মোট দশটি গান থাকছে ‘আমার গানের প্রান্তে’ অ্যালবামে।


কিংবদন্তি কন্ঠশিল্পী মাহমুদুন্নবী স্মরণে বেঙ্গল ফাউন্ডেশনের এই শ্রদ্ধা নিবেদনকে সম্মান জানিয়েছেন ফাহমিদা নবী।

তিনি বলছেন-

তাদের উদ্যোগে আমরা দুই বোন বাবার কিছু গান শ্রোতার কাছে তুলে দিলাম। বাবার মতো গাইতে পারিনি, চেষ্টা করেছি মাত্র।

অ্যালবামটি সংগ্রহে রাখার মতো শ্রোতা আজো আছে বলে বিশ্বাস করেন ফাহমিদা নবী।

বলছেন-

যারা শিল্পী মাহমুদুন্নবীকে ভালবাসেন, তাদের জন্য আমাদের দুইবোনের ক্ষুদ্র প্রয়াস এই অ্যালবামটিআশা করি বাবাকে খুঁজে পাবেন গানে গানে।


জানেন কী?


ওয়েব দুনিয়ায় ভার্মার মাফিয়ারা

মনোজদের অদ্ভুত বাড়ি

আরমিন মুসার দশ বছর

‘গর্বিত বাংলাদেশী’ কবে হচ্ছে?

টুম্পার নতুন ধামাকা

এ সম্পর্কিত আরও খবর