ওরা আসছে..

ও‌য়েব ও সি‌রিজ, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-27 06:33:03

সাফা কবির এবং অর্চিতা স্পর্শিয়া, দুই বান্ধবী এবার একসঙ্গে আসছেন।

নির্মাতা ভিকি জাহেদ প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে এক করেছেন দুজনকে।

চলচ্চিত্রের নামও যুৎসই, ‘বান্ধবী’।

স্পর্শিয়া এবং সাফা

স্পর্শিয়া বললেন-

ভিকি জাহেদের পরিচালনায় এর আগেও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছি। ‘বান্ধবী’ও করলাম। আমার কাছে গল্পটা অসাধারণ লেগেছে। আশা করি, দর্শকের ভালো লাগবে।

সাফা বললেন-

অনেক দিন পর আমার বন্ধু স্পর্শিয়ার সঙ্গে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলাম। বাস্তবজীবনের বন্ধুর সঙ্গে শুটিংয়ের সময়টা ভীষণ উপভোগ করেছি। আশা করছি, আমাদের বন্ধুত্বের একটা রেশ ‘বান্ধবী’তে পাবে দর্শক।

পর্দার বাইরেও দুজনের বন্ধুত্বটা বেশ জমজমাট।

স্পর্শিয়া এবং সাফা

স্পর্শিয়াও তাই জানালেন।

বললেন-

সাফা আমার খুব ভালো একজন বন্ধু। এখনো সে বন্ধুত্ব আছে এবং সামনের দিনগুলোয়ও তা ঠিকঠাক থাকবে।

‘বান্ধবী’ মুক্তি পাচ্ছে ২৩ আগস্ট, আইফ্লিক্সে।

উল্লেখ্য-

ভিডিও স্ট্রিমিং অ্যাপ আইফ্লিক্স-এর বিশেষ আয়োজন ‘সপ্তাহের শেষ গল্প’।

এই আয়োজনের অংশ হিসেবে প্রতি বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে একটি করে নতুন চলচ্চিত্র।

স্পর্শিয়া এবং সাফা

ভিকি জাহেদ বললেন-

নির্মাতা-দর্শক ও শিল্পীদের জন্য এটা নতুন একটি দরজা। সারাবিশ্বেই আইফ্লিক্স অনেক জনপ্রিয় একটি বিনোদন মাধ্যম। আশা করছি বাংলাদেশেও এটি জনপ্রিয়তা পাবে।

১৬ আগস্ট থেকে শুরু হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তির মিছিল।

মোট ২১টি নতুন চলচ্চিত্র মুক্তি পাবে ক্রমাগত।

মেহজাবীন অভিনীত আশফাক নিপুনের ‘কে?’ মুক্তি পেয়েছে প্রথম।

বান্ধবি : পোস্টার

‘সপ্তাহের শেষ গল্প’-এর ২য় চলচ্চিত্র হিসেবে মুক্তি পাবে ‘বান্ধবী’।

নির্মাতা ভিকি জানালেন-

আমার ‘বান্ধবী’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প একটু ভিন্ন ধরণের। সাফা ও স্পর্শিয়ার বন্ধুত্বের গল্প নিয়েই এর কাহিনী এগিয়ে যায়। কিন্তু গল্পের শেষে টুইস্ট আছে, যা সাধারণত আমার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা যায়।

আরও পড়ুনঃ

একটি করে নাটক প্রতিদিন

নিশো-তিশা’র ‘লালাই’

প্রিয়াঙ্কার বাগদান, কাঁদলেন আলিয়া

এ সম্পর্কিত আরও খবর