‘নিরাপদ মাতৃত্ব ও পরিকল্পিত পরিবার গড়ে তুলতে হবে’

, স্বাস্থ্য-বার্তা

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-12-07 14:53:38

স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেন, 'এই সেবা ও প্রচার সপ্তাহে নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ গঠনে বিশেষ গুরুত্ব দিতে হবে। বাংলাদেশে প্রতি বছর ৬৫ হাজার শিশু মারা যায়, প্রায় সাড়ে ৪ হাজার মা শিশু জন্মদানের সময় মারা যায়। গত বছরের তুলনায় এ বছর কিছুটা কমেছে। তবে নিরাপদ মাতৃত্ব শতভাগ নিশ্চিত করতে হবে, এটাই আমাদের লক্ষ্য।' 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে আয়োজিত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ অনুষ্ঠান উদ্বোধনকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

জাহিদ মালেক বলেন, 'বাল্যবিবাহ বন্ধ করতে হবে। আমাদের দেশে এখনো ৫০ ভাগ বাল্যবিবাহ হয়ে থাকে। বাল্যবিবাহের কারণে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা যাচ্ছে না। সরকার এ বিষয়ে যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। শিশু ও মাতৃ মৃত্যুর হার অর্ধেকে নেমে এসেছে।' 

স্বাস্থ্য মন্ত্রী বলেন, 'কমিউনিটি হাসপাতালে পর্যাপ্ত লোকবল, ওষুধ ও সরঞ্জাম নিশ্চিত করতে হবে পাশাপাশি মায়েদেরও এসব বিষয়ে অবহিত হতে হবে। গর্ভকালীন সময়ে মায়ের প্রতি যথাযথ টেক কেয়ার করতে হবে। তাদের নিরাপদ খাবার ও যত্ন দিতে হবে। কিশোরীদের যথাসময়ে টিকা দিতে হবে। ডেলিভারিতে সি সেকশন কমিয়ে নরমাল ডেলিভারিতে করাতে হবে।' 

সরকারের অবদানের প্রধান একটি অংশ স্বাস্থ্যখাতে হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, 'স্বাস্থ্যখাতে সরকার এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করেছে। ভ্যাকসিনেশনের জন্য প্রধানমন্ত্রী বিশেষ সম্মাননা পেয়েছেন, যার অবদান এই স্বাস্থ্যখাতের। কিডনি ও লিভার ট্রান্সপ্ল্যান্ট এখন আমাদের দেশেই হচ্ছে।' 

সরকারের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে জানিয়ে তিনি বলেন, 'সরকারকে বেকায়দায় ফেলায় জন্য একটি পক্ষ জ্বালাও-পোড়াও করছে। নির্বাচনকে সামনে রেখে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। ঢাকা এখন একটা উন্নত দেশের মতো। এই উন্নয়ন অনেকের চক্ষুশূল হয়ে গেছে।' 

এ সম্পর্কিত আরও খবর