২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৯৬, মৃত্যু ১

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি:সংগৃহীত

ছবি:সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ২৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২১ আগষ্ট) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সারাদেশে ২৯৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই নিয়ে মোট ডেঙ্গ আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৩৬১ জন। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। এই নিয়ে মোট মৃত্যু হয়েছে ৭৬ জনের। তারমধ্য শুধু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় মৃত্যুর সংখ্যা ৪৬ জনের।

আক্রান্ত রোগীদের মধ্য সারাদেশে পুরুষের তুলনায় নারীদের আক্রান্তের সংখ্যা বেশি। মোট আক্রান্তের মধ্য নারী আক্রান্তের সংখ্যা ৬২ দশমিক ২ শতাংশ। আর পুরুষ আক্রান্তের সংখ্যা ৩৭ দশমিক ৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৮৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি মোট বছরে ৯ হাজার ২২৭ জন ছাড়পত্র পেয়েছেন।