সারা বিশ্বের রোগীদের পাশাপাশি বাংলাদেশের রোগীদের জন্য টেস্ট টিউব বেবি ধারনের প্রযুক্তি ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা (আইভিএফ), পুরুষের বন্ধ্যাত্ব, ইউরোলজি অর্থোপেডিকস্ ও ইএনটির মতো গুরুত্বপূর্ণ রোগ নিয়ে উন্নত মানের এবং সহজলভ্য চিকিৎসা সেবা পরামর্শ দিয়েছে ভারতের বিখ্যাত এসসিআই ইন্টারন্যাশনাল হাসপাতাল।
সোমবার (১ জুলাই) রোটারি ক্লাবের সহায়তায় ঢাকা ক্লাবে এ স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ‘হেলথ টক’ এর আয়োজন করে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে পুরুষের বন্ধ্যাত্ব নিয়ে উইরোলজি বিশেষজ্ঞ ড. ভিশাল দত্ত গৌর, বন্ধ্যাত্ব নিয়ে প্রচলিত ধারণা বিষয়ে ইনফারটিলিটি, আইভিএফ ও গাইনি বিশেষজ্ঞ ড. শিভানি সসদেভ গৌর, রিকনস্ট্রাকটিভ ইউরোলজি (ইউরোলজি পুনর্গঠন) নিয়ে ইরোলজি বিশেষজ্ঞ ড. গৌতম বানগা, দ্রুত শ্রবণ শক্তি কমে যাওয়ার কারণের ওপর গুরুত্ব দিয়ে ইএনটি বিশেষজ্ঞ ড. শোমেস্বর সিং এবং স্পোর্টস ইনজুরি ও অটিস্টিকের ওপর অর্থোপেডিকস বিশেষজ্ঞ ড. ভিনয় কুমার আগরওয়াল আলোচনা ও স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ দেন।
এ অনুষ্ঠানে উইরোলজি বিশেষজ্ঞ ড. ভিশাল দত্ত গৌর বলেন, ‘যে সকল রোগে আক্রান্ত রুগীদের জন্য এই পরামর্শটা অত্যন্ত জরুরী ও প্রয়োজনীয়। আমরা মানুষের মধ্যে এই ধরনের রোগ নিয়ে সচেতনা বাড়ানোর পাশাপাশি উন্নত মানের সেবা প্রদানে সব সময় অঙ্গিকারবদ্ধ। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় কম খরচে উন্নত মানের ও নিরাপদ চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমেই সেবা করা আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে আপনারা যাতে কম খরচে সব চেয়ে ভালো এবং নিরাপদ চিকিৎসা সেবা প্রহণ করতে পারেন তার জন্য আমাদের এই উদ্যোগ।’
আইভিএফ ও গাইনি বিশেষজ্ঞ ড. শিভানি সসদেভ গৌর বলেন, ‘ভিট্রো ফার্টিলাইজেশন বা (আইভিএফ) হলো কৃক্রিমভাবে শুক্রানুর মাধ্যমে একজন নারীর গর্ভবতী হওয়ার জন্য ব্যবহৃত একটি কৌশল। এই প্রক্রিয়ার মাধ্যমে ১ কোটি ২০ লাখেরও বেশি শিশু জন্মগ্রহণ করেছে। এসময় বন্ধ্যাত্ব ক্লিনিকের সংখ্যা যেমন দ্রুত বৃদ্ধি পাচ্ছে সেই সাঙ্গে প্রযুক্তিও প্রতি মুহূর্তে আপডেট হচ্ছে। প্রযু্ক্তির সঙ্গে তাল মিলিয়ে এসসিআই হাসপাতালে আধুনিক সব সরঞ্জামের মাধ্যমে সেবা প্রদান করে যা সবার কাছে ইতিবাচক চিত্র তুলে ধরেছে।’
উল্লেখ্য ২০১১ সফলভাবে উন্নত মানের বন্ধ্যাত্ব কেন্দ্র ইভিএফ সেন্টার প্রতিষ্ঠার পর ড. ভিশাল ও ড. শিভানি ২০১৪ সালে নয়া দিল্লীতে এসসিআই ইন্টারন্যাশনাল হাসপাতাল প্রতিষ্ঠা করেন। পরে অত্যাধুনিক সার্জিক্যাল সেন্টারের লক্ষ্য নিয়ে ইউরোজোলজি, গাইনেকোলজি এবং অবস্টাটরিক্স, নিউওনেটোলজি, অ্যাডভান্সড ল্যাপারোস্কোপিক এবং মেরুদেন্ডর জেনারেল সার্জারি, ইএনটি এবং কসমেটিক সার্জারি সহ-আধুনিক যন্ত্রপাতি ও সুবিধাগুলোর সাথে একদল অভিজ্ঞ ও বিশেষজ্ঞ শল্যচিকিৎসকদের নিয়ে আরও উন্নত ও আধুনিকভাবে গড়ে তোলেন হাসপাতালটি। কম খরচে উন্নত মান সম্পন্ন চিকিৎসা সেবা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করে হাসপাতালটি নিজেকে একটি ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত করেছে।
বাংলাদেশের রুগীদের জন্য চিকিৎসার পাশাপাশি বিমান বন্দর থেকে নিয়ে যাওয়া, দো-ভাষী, গেস্ট হাউজ বুকিং, ভিসার মেয়াদ বৃদ্ধি, মানি এক্সচেঞ্জ, সিম কার্ড গ্রহণসহ বিভিন্ন ধরনরে সেবা দিচ্ছে আধুনিক এই হাসপাতালটি