রক্তরোগ চিকিৎসায় জেলা পর্যায়ে সরকারি উদ্যোগের আহ্বান

বিবিধ, স্বাস্থ্য-বার্তা

নিউজ ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 02:34:12

ক্যান্সার চিকিৎসায় জেলা পর্যায়ে সরকারি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে রোববার (১৭ নভেম্বর) শেষ হয়েছে ‘চতুর্থ বাংলাদেশ হেমাটোলজি সম্মেলন ২০১৯’।

দুই দিনব্যাপী সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, ইরান ও ভারতের ১২ জন এবং বাংলাদেশের ২৩ জন রক্তরোগ বিশেষজ্ঞ আলোচনায় অংশ নেন। তারা দেশে ও বিদেশে রক্তরোগের সর্বশেষ চিকিৎসা পদ্ধতির উদ্ভাবন ও তার প্রয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশে থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, ব্লাড ক্যান্সার, লিম্ফোমা ও এ সম্পর্কিত রোগের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তা সমাধানের বিষয়ে আলোচনা করেন।

এছাড়া বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে রক্তরোগের পরীক্ষা ও চিকিৎসার বর্তমান চিত্র এবং তার উন্নতির উপায় তুলে ধরে রক্তরোগ পরিস্থিতির উন্নয়নে জেলা পর্যায়ে সরকারি উদ্যোগ গ্রহণের আহ্বান জানান আলোচকরা।

গত ১৬ নভেম্বর দুপুরে রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান সম্মেলনে সভাপতিত্ব করেন।

এ সম্পর্কিত আরও খবর