জাতিসংঘে ইসলামভীতি মোকাবিলার প্রস্তাব পাস

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-17 16:04:07

ইসলামভীতি মোকাবিলায় জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবিত পাকিস্তানের প্রস্তাবটি পাস হয়েছে। এ প্রস্তাবকে কেন্দ্র করে ভারত-পাকিনস্তান উত্তেজনা তৈরি হলেও কোনো ধরনের বিরোধিতা ছাড়াই ১৯৩ সদস্যের মধ্যে ১৫৫ ভোটে প্রস্তাবটি পাস হয়। পাকিস্তানের উত্থাপিত এ খসড়া প্রস্তাবে সহযোগী দেশ হিসেবে ছিল চীন।

তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসলামভীতির বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে পাকিস্তান ‘ইসলামোফোবিয়া মোকাবেলার পদক্ষেপ’ শীর্ষক প্রস্তাবটি উত্থাপন করে। এ প্রস্তাবের পক্ষে ভোট দেয় জাতিসংঘের সদস্য ১১৫টি দেশ। আর ভোট দেওয়া থেকে বিরত ছিল ভারত, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, ইতালি, ইউক্রেন ও যুক্তরাজ্যসহ ৪৪টি দেশ। প্রস্তাবটির বিপক্ষে একটি ভোটও পড়েনি।

প্রস্তাবটির খসড়ায় ইসলামভীতি মোকাবিলায় জাতিসংঘের একজন বিশেষ দূত নিয়োগ করতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে নীতিগতভাবে ভারত এ ধরনের দূত নিয়োগের বিরোধিতা করেছে।

এ ছাড়া খসড়া প্রস্তাবনায় আরও বলা হয়েছে, ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে বিশেষ করে ইসলামফোবিয়াকে মোকাবিলা করার জন্য জাতিসংঘের সদস্য দেশগুলো যেন পদক্ষেপ নেয়।

এ সম্পর্কিত আরও খবর