আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত বাইডেনপুত্র হান্টার

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-11 22:30:58

অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার মামলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বড় ছেলে হান্টার বাইডেন দোষী সাব্যস্ত হয়েছেন। তার বিরুদ্ধে আনা তিনটি অস্ত্র মামলায় তিনি দোষী সাব্যস্ত হন।

মঙ্গলবার (১১ জুন) ডেলাওয়্যারের একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, আগ্নেয়াস্ত্রের একটি দোকান থেকে ২০১৮ সালে একটি রিভলভার কিনেছিলেন হান্টার। আগ্নেয়াস্ত্রটি নিজের কাছে রাখার অনুমতির আবেদনপত্র পূরণ করার সময় নিজের মাদকাসক্তি নিয়ে তথ্য গোপন করেছেন বলে অভিযোগ উঠে হান্টারে বিরুদ্ধে। সে সময় মাদকাসক্ত অবস্থাতেই অবৈধভাবে আগ্নেয়াস্ত্রটি নিজের কাছে রেখেছিলেন।

গত শুক্রবার (০৭ জুন) ছেলে হান্টার বাইডেনের পক্ষে আদালতে সাক্ষ্য দিয়েছেন জো বাইডেনের মেয়ে নাওমি বাইডেন। যদিও প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষ্য নেননি আদালত।

শনিবার (০৯ জুন) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, বিচারে দোষী সাব্যস্ত হলে নিজের ছেলেকে ক্ষমা করবেন না তিনি। যদিও নিজেকে নির্দোষ দাবি করেছেন বাইডেনপুত্র হান্টার। 

হান্টারের বিরুদ্ধে আনীত অভিযোগে তার ১৫ থেকে ২১ মাস পর্যন্ত সাজা হতে পারে।

এ সম্পর্কিত আরও খবর