ইয়েমেনে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৪৯

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-12 08:04:25

ইয়েমেনের এডেনে নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। নৌকার যাত্রীদের সবাই ‘হর্ন অব অফ্রিকা’ অঞ্চলের চার দেশ সোমালিয়া, জিবুতি, ইথিওপিয়া ও ইরিত্রিয়ার নাগরিক।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে অন্তত ৪৯ অভিবাসনপ্রত্যাশীর প্রাণ গেছে। খবর বিবিসির।

বেঁচে যাওয়া যাত্রীদের কয়েকজন জানান, তাদের নৌকায় মোট ২৬০ অভিবাসনপ্রত্যাশী ছিলেন। সোমবার ঝোড়ো হাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়।

জানা গেছে, ১৪০ জন নিখোঁজ রয়েছেন। তাদের খুঁজে পেতে অনুসন্ধান চালানো হচ্ছে। আইওএম জানায়, তারা উদ্ধার পাওয়া ৭১ জনকে সহায়তা দিয়েছে। এর মধ্যে আটজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এডেনের পূর্বদিকে রুদাম জেলার স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, নৌকায় যারা ছিলেন, তারা অভিবাসনপ্রত্যাশী। তাদের বেশিরভাগই ইথিওপিয়ার। অভিবাসনপ্রত্যাশীরা উপসাগরীয় দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে ইয়েমেনকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে থাকেন।

উল্লেখ্য, উন্নত জীবনের আশায় তুরস্ক ও লিবিয়ার পাশপাশি ইয়েমেনের এডেন বন্দরের সাগরপথও ব্যবহার করছে অভিবাসনপ্রত্যাশীদের অনেকে। এই অভিবাসনপ্রত্যাশীদের অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা। জাতিসংঘের তথ্য অনুসারে, গত বছর হর্ন অব অফ্রিকা থেকে এডেন বন্দরে এসেছেন অন্তত ৯৭ হাজার অভিবাসনপ্রত্যাশী।

এ সম্পর্কিত আরও খবর