মালয়েশিয়ায় অপহরণের অভিযোগে ৫ বাংলাদেশি আটক

, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, সাউথ ইস্ট এশিয়া, ব্যাংকক, থাইল্যান্ড | 2024-06-26 16:57:32

বাংলাদেশি এক নাগরিককে অপহরণের অভিযোগে ৫ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। গত শুক্রবার (২২ জুন) সেলানগর থেকে তাদের আটক করা হয়।

তিমুর লট ডিস্ট্রিক্ট পুলিশের প্রধান এসিপি রাজলাম আব হামিদ জানান, সেলানগরের শাহআলম এলাকায় অভিযান চালিয়ে এই ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।

তিনি জানান, জর্জ টাউনে কর্মরত একজন বাংলাদেশি পরিচ্ছন্নকর্মী একটি ফোন পান। ফোনে জানানো হয়, তার সন্তানকে অপহরণ করা হয়েছে। তার কাছে ২ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত বা ৫০ লাখ টাকা দাবি করা হয়।

রাজলাম বলেন, এরপর সেই পরিচ্ছন্নতাকর্মী পুলিশের কাছে অভিযোগ জানান। উদ্ধারকৃত বাংলাদেশি মালয়েশিয়ায় কাজের জন্য গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

আটকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে এবং কিডনাপিংয়ের অপরাধে পেনাল কোডের ৩৬৫ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর