‘অনিবার্য’ উত্তেজনার পুরো দায় বহন করবে ইসরায়েল: রাশিয়া

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর এই রাজনৈতিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়া বলছে, মধ্যপ্রাচ্যে ‘অনিবার্য’ উত্তেজনার পুরো দায় ইসরায়েলকে বহন করতে হবে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই বলপ্রয়োগমূলক পদক্ষেপ লেবানন এবং সমগ্র মধ্যপ্রাচ্যের জন্য অনিশ্চিত পরিণতি বয়ে আনতে পারে। ইসরায়েল এই বিপদ চিনতে ভুল করার কথা না। তারা লেবাননের নাগরিকদের হত্যার পদক্ষেপ নিয়েছে, যা প্রায় অনিবার্যভাবে সহিংসতাকে উসকে দেবে। সুতরাং পরবর্তীতে এই দায় ইসরায়েল বহন করবে।’

অবিলম্বে লেবাননে সহিংসতা বন্ধের জন্য ইসরাইলকে আহ্বানও জানিয়েছে রাশিয়া।