জন্মদিনে অসুস্থতার গুজব উড়িয়ে দিলেন দালাই লামা

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-07-06 17:29:26

৮৯তম জন্মদিনে শনিবার (৬ জুলাই) নিজের অসুস্থতার খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিব্বতের বৌদ্ধ ধর্মের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা।

এনডিটিভি জানিয়েছে, দালাই লামা বলেছেন, হাঁটুর অস্ত্রোপচারের পরে তিনি সেরে উঠছেন এবং শারীরিকভাবে সুস্থ্য বোধ করছেন।

যুক্তরাষ্ট্র থেকে একটি ভিডিওবার্তায় দালাই লামা বলেছেন, ‘সম্প্রতি আমার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে, যা আমাকে কিছুটা সমস্যায় ফেলেছিল। তবে, আমি সুস্থ হয়ে উঠছি এবং এখন কোনো সমস্যা নেই।’

তিনি আরও বলেন, ‘কিছু লোক হয়তো আমার স্বাস্থ্য সম্পর্কে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা বলছেন, দালাই লামা একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং আমার অবস্থা গুরুতর হয়ে উঠেছে। আপনাদের এই ধরনের ভুল তথ্য বিশ্বাস করার দরকার নেই।’

উল্লেখ্য, দালাই লামা একজন ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব, যিনি আন্তর্জাতিকভাবে বৌদ্ধ ধর্মকে জনপ্রিয় করেছেন এবং ১৯৮৯ সালে নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন।

১৯৫০ সালে চীন হিমালয় অঞ্চলে সেনা পাঠানোর নয় বছর পরে ১৯৫৯ সালে ভারতে পালিয়ে যান তিনি।

এই আধ্যাত্মিক নেতা বার্ধক্যে স্বাস্থ্য সমস্যার সঙ্গে লড়াই করায় তার উত্তরাধিকারী নির্বাচন স্বায়ত্তশাসন বা পূর্ণ স্বাধীনতার জন্য সংগ্রামরত তিব্বতিদের জন্য একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

তিব্বতের বৌদ্ধরা বিশ্বাস করে যে, বিদ্বান সন্ন্যাসীরা মৃত্যুর পরে নবজাতক হিসাবে পুনর্জন্ম লাভ করেন।

দালাই লামা বলেছেন, তিনি তার ৯০তম জন্মদিনের কাছাকাছি সময়ে উত্তরাধিকার সম্পর্কে প্রশ্নগুলো স্পষ্ট করবেন।

এ সম্পর্কিত আরও খবর