ইংল্যান্ডে ট্রাস্ট পরিচালিত স্কুলে নিষিদ্ধ হচ্ছে স্মার্টফোন

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-09-14 18:40:45

যুক্তরাজ্যের ইংল্যান্ড কাউন্টিতে একটি ট্রাস্ট পরিচালিত প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ হতে যাচ্ছে।

ইংল্যান্ডের সবচেয়ে বড় ট্রাস্ট ওরমিসটন অ্যাকাডেমিস ট্রাস্ট পরিচালিত ৪২টি স্কুলে এ নিষেধাজ্ঞা জারি হতে যাচ্ছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়িত হলে প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী স্কুলে স্মার্টফোন ব্যবহার করতে পারবে না।

শিক্ষার্থীদের অভিভাবকদের অভিমতের ভিত্তিতে এ সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে ট্রাস্টটি।

স্কুলে স্মার্টফোন নিষিদ্ধের কারণ হিসেবে ব্যাখ্যায় বলা হয়, স্কুলে স্মার্টফোন ব্যবহার শিক্ষার্থীদের পঠনপাঠন পদ্ধতিসহ তাদের মানসিক আচরণে নেতিবাচক প্রভাব ফেলে।

কনজারভেটিভ দলের শাসনামলে চলতি বছরের প্রথমদিকে, দ্য ডিপার্টমেন্ট অব এডুকেশন স্কুলে স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞার জারি ক্ষমতা দেয়।

ওরমিসটন অ্যাকাডেমিস ট্রাস্ট পরিচালিত উত্তর চেসশায়ার ও দক্ষিণ উইটের আইজলের ৬টি প্রাথমিক ও ৩২টি মাধ্যমিক স্কুলে এ নিষেধাজ্ঞা জারির আওতায় আসবে। এর আগে ৮টি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবকদের মতামতের ভিত্তিতে স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত আরও খবর